|
---|
শিলিগুড়ি: আজ সকাল থেকেই শিলিগুড়িতে মহাসমারোহে পালিত হল কল্প তরু উৎসব।ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পালন করা হল এই উৎসব।
আজ বিভিন্ন আশ্রমে ভক্তদের ভীড় ছিলো কল্প তরু উৎসবকে নিয়ে।ভক্তদের ভীড় ছিলো প্রতিটা আশ্রমে।প্রত্যেকেই তাদের মনের আশা পূরন করতে গিয়ে উপস্থিত হন আশ্রমে।ঠাকুরের কাছে।
সাউডাঙ্গীতে আজ ঠাকুরের কাছে শ্রদ্ধা নিবেদন করেন প্রচুর ভক্ত তাদের মনের আশা পূরন করতে।শিলিগুড়িতে বিভিন্ন জায়গাতে কোভিড বিধি মেনেই পালন করা হয় কল্প তরু উৎসব।