|
---|
উত্তরবঙ্গ: তীর্থযাত্রা করবার জন্য ট্রেন ধরতে আর দক্ষিণবঙ্গের ছুটতে হবে না উত্তরবঙ্গ বাসীদের। নতুন বছরের ফেব্রুয়ারি মাসের 7 তারিখ থেকে উত্তরবঙ্গ বাসীদের ক্ষেত্রে তীর্থযাত্রা করবার জন্য নিউ কুচবিহার জংশন থেকে ছাড়বে ট্রেন। ট্রেনটি সপ্তাহে ক’দিন ছাড়বে সেই বিষয়ে আগামী কিছুদিনের মধ্যেই জানা যাবে।
নিউ কুচবিহার জংশন থেকে ছাড়ার পর যাত্রাপথে জলপাইগুড়ি রোড, নিউ জলপাইগুড়ি রেল স্টেশন, কাটিহার হয়ে তীর্থ যাত্রীদের নিয়ে তীর্থযাত্রা উদ্দেশ্যে পাড়ি দেবে। মাথাপিছু ভাড়া ধার্য করা হয়েছে ৮৫০০ টাকা। করোনা পরিস্থিতির কারণে কানের ভেতর নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরিধান করা বাঞ্ছনীয়। ট্রেনের ভিতর একটি কামরা পাকা থাকবে। কোন যাত্রী অসুস্থ হলে সেখানে সে বিশ্রাম নিতে পারবে। তিন বেলাই যাত্রীদের জন্য খাবার ব্যবস্থা থাকবে। যাত্রীদের সুবিধার্থে নিরামিষ খাবারের ব্যবস্থা থাকবে। জলপাইগুড়ি প্রেসক্লাবে এই নতুন ট্রেনের ব্যাপারে ঘোষণা করেন আইআরসিটিসি। প্রাইভেট ট্রাভেল এজেন্সি গুলোর থেকে তীর্থযাত্রা সফরের ভাড়া কম হওয়ায় যথেষ্ট খুশি উত্তরবঙ্গবাসী।