|
---|
নিজস্ব সংবাদদাতা: ইভটিজিংয়ের অভিযোগে গ্রেপ্তার ৮ । অভিযুক্তদের পাঠানো হল ইসলামপুর মহকুমা আদালতে । এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । স্থানীয় সূত্রে জানা গেছে চোপড়া বালিকা বিদ্যালয়ের সামনে এবং পার্শ্ববর্তী ওভার ব্রিজের নিচে দীর্ঘদিন ধরেই একদল যুবক ছাত্রীদের উত্যক্ত করত বলে অভিভাবকরা চোপড়া থানায় অভিযোগ জানায়।
সেই অভিযোগের ভিত্তিতে চোপড়া থানার ইভটিজিং স্কোয়াড এর একটি দল নজর রাখছিল কিছুদিন ধরে । আজ দুপুরে ইভটিজিং স্কোয়াডের টিম চোপড়া বালিকা বিদ্যালয় এর সামনে থেকে ৮ জনকে গ্রেফতার করে পুলিশ । নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক জানান , বেশ কিছুদিন ধরেই এলাকার একদল যুবক বিদ্যালয় পার্শ্বস্ত এলাকার মেয়েদের নানাভাবে উত্যক্ত করত । বিদ্যালয় চলাকালীন ভিড় করে থাকত ওভার ব্রিজের নিচে । এমনই বিভিন্ন অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার চোপড়া থানার পুলিশের ইভটিজিং স্কোয়াডের দল অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৮ জনকে গ্রেপ্তার করে এবং তাদের ইসলামপুর মহকুমা আদালতে পাঠায়।
চোপড়া পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানা যায় , প্রচুর অভিযোগ আসছিল অভিভাবকদের পক্ষ থেকে । সেই অভিযোগের ভিত্তিতেই এই অভিযান চালানো হয় । আগামীতে যেন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় , তার জন্য এই অভিযান চলতে থাকবে । পুলিশের এই উদ্যোগে খুশি শিক্ষিকা থেকে অভিভাবকরা ।