|
---|
নিজস্ব সংবাদদাতা,বাইজিদ মন্ডল : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দিদি কে বলো কর্মসূচি অনুষ্ঠিত হয়ে ছিল,তারই অনুসরণ করে সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের উদ্যোগে কিছু দিন আগে অনুষ্ঠিত হয় “এক ডাকে অভিষেক”। ডায়মন্ড হারবার বিধান সভার সকল মানুষের সুবিধার্তে রবীন্দ্র ভবনে স্থানীয় বিধায়ক পান্নালাল হালদার এর মাধ্যমে তারই শুভ সূচনা হলো এদিন “এক ডাকে অভিষেক” ৭৮৮৭৭৭৮৮৭৭ এই নাম্বার। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক পান্নালাল হালদার,ব্লক ১ যুব সভাপতি গৌতম অধিকারী,ব্লক ২ তৃনমূল কংগ্রেস সভাপতি অরুমোয় গায়েন, ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা মহিলা তৃনমূল সভাপতি মনমহিনী বিশ্বাস,ব্লক ২ যুব সভাপতি মাহবুবার রহমান গায়েন,টাউন তৃনমূল সভাপতি অমিত সাহা, পৌরসভার চেয়ারম্যান প্রণব দাস,টাউন তৃনমূল যুব সভাপতি সৌমেন তরফদার,সরিষা অঞ্চলের অবজারভার তথা যুব নেতা শামীম আহমেদ মোল্লা, পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজশ্রী দাস,এছাড়াও উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার বিধান সভার সকল পঞ্চায়েত সমিতির সভাপতি সহ পঞ্চায়েত প্রধান ও সদস্য ও আরও তৃণমূলের অন্যান্য সকল নেতৃত্বরা। কেন্দ্রের বিরুদ্ধে একাধিক তোপ দেগে বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে থেকে BJP কে উৎখাত করার ডাক দিলেন ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের বিধায়ক পান্নালাল হালদার ।এদিন ডায়মন্ড হারবার বিধান সভার সকল তৃণমূলের নেতৃত্ব ও কর্মী দের নিয়ে এক ডাকে অভিষেক এর প্রতি গ্রামে গ্রামে প্রচার শুরু হবে আজ থেকে তারই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। তিনি আরও বলেন আগামী ২১ শে জুলাই কলকাতা ধর্মতলা শহীদ দিবস সফল করার লক্ষ্যে প্রত্যেক ব্লকে ব্লকে প্রস্তুতি বৈঠক করা হচ্ছে।
পাশাপাশি সরকারি বিভিন্ন সংস্থা গুলিকে বেসরকারি করনের বিরুদ্ধে বিজেপি সরকারকে নিশানা করলেন তিনি, তিনি বলেন আগামী দিনে বিজেপিকে উৎখাত না করলে আবার ব্রিটিশ শাসনের মতো অবস্থায় ফিরে যেতে হবে আমাদের,তাই আন্দোলনের মধ্য দিয়ে সমস্ত কর্মী-সমর্থকদের বিজেপিকে উৎখাত করার ডাক দিলেন তিনি। ২০২৪ শে সাংসদ অভিষেক বন্দোপাধ্যায় কে এই লোকসভা কেন্দ্রে বিপুল ভোটে বিজয়ী করে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে দেশের প্রধানমন্ত্রী রূপে দেখতে চান।