দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের মানবিক উদ্যোগ

দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের মানবিক উদ্যোগ


     

     

    অতনু ঘোষ এর সাথে মিনাল কান্তি মণ্ডলের রিপোর্ট, পূর্ব বর্ধমান: রাজ্য সরকারের ১১টি সামাজিক প্রকল্প থেকে একটি পরিবারও যাতে বঞ্চিত না থাকে, তা নিশ্চিত করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার টানা দু’মাস ধরে ‘দুয়ারে সরকার’ কর্মসূচি করে চলেছে।
    নিমেষে মিলছে স্বাস্থ্য সাথী কার্ড। বাড়িতে বসেই কার্ড মিলছে হাতে হাতে। তার মাধ্যমে উপকৃত হচ্ছেন অনেকেই। নির্বাচনী প্রচারে সেই সাফল্যের কথা তুলে ধরছে শাসক দল তৃণমূল। বিজেপি অবশ্য বলছে, এই কার্ড আসলে নির্বাচনী চমক, কাজের কিছু নয়।
    দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদনপত্র পূরণ করলে খুব তাড়াতাড়ি হাতে আসছে স্বাস্থ্য সাথী কার্ড। শারীরিক সমস্যার কারণে যাঁরা সেই শিবিরে যেতে পারছেন না তাঁদের বাড়িতে গিয়ে হাতে তুলে দেওয়া হচ্ছে এই তৎকাল স্বাস্থ্য সাথী কার্ড। সঙ্গে সঙ্গে একেবারে ঘরে বসেই নিখরচায় চিকিৎসা করানোর সুযোগ মেলায় খুশি উপভোক্তারা।
    পূর্ব বর্ধমান জেলার মেমারি ১নম্বর ব্লকের দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের দেবীপুর স্টেশন বাজারের বাসিন্দা সুভাষ মন্ডল ও তার স্ত্রী বর্তমানে জটিল অস্ত্রোপচারের কারণে শয্যাশায়ী। স্বাস্থ্য সাথী ক্যাম্পে ছবি তুলতে যেতে অক্ষম। তিনি স্থানীয় BDO কে আবেদন করেন যে তার ও তার স্ত্রীর স্বাস্থ্য সাথীর ছবি যদি বাড়িতে করা যায় তাহলে তিনি খুবই উপকৃত হবেন। তৎক্ষণাৎ ভিডিও নির্দেশে সুভাষ মন্ডলের বাড়িতে হাজির হন দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান নিতাই ঘোষ সহ পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা। বাড়িতে এসে স্বাস্থ্য সাথী কার্ড এর ছবি করে দেওয়ায় খুশি সুভাষ মন্ডল ও তাঁর স্ত্রী।

    নিতাই ঘোষ বলেন এই ভাবে সাধারণ মানুষের পরিষেবা দিতে তারা বদ্ধপরিকর।