মেয়েদের ফুটবল প্রতিযোগিতার মধ্যে দিয়ে রাখি বন্ধন কন্যাশ্রী উদযাপনের এক অনাবিল আনন্দে মেতে উঠলো বাসন্তী এলাকার মানুষ

    নতুন গতি:  মেয়েদের ফুটবল খেলার মাধ্যমে স্বাধীনতা, রাখি বন্ধন কন্যাশ্রী উদযাপনে এক অনাবিল আনন্দে মেতে উঠলো বাসন্তী এলাকার মানুষ। world vision India নামের এক স্বেচ্ছাসেবী সংস্থা দ্বারা আয়োজিত এই প্রতিযোগিতা মুলক খেলায় মানুষের ঢল চোখে পড়ার মতো। এই প্রথম কোনো প্রতিযোগিতামুলক খেলায় অংশগ্রহণকারী কলাহাজরা গ্রামের মেয়েদের ফুটবল প্রতিভা দেখে বিস্মিত হলেন অর্জুন পুরস্কার প্রাপ্ত ভারতীয় মহিলা ফুটবল দলের প্রাক্তন খেলোয়াড় শান্তি মল্লিক। এছাড়া উপস্থিত ছিলেন শিবানী রাজপূত, দেবাশীষ দাস ও কাজল রক্ষিত।

    ফাইনাল খেলায় ঝড়খালি ফুটবল এসোসিয়েশন ও কলাহাজরা স্পোর্টস ফর ডেভেলপমেন্ট এর মধ্যে এক জমজমাট ফুটবল খেলা উপহার দিলো তৃষা, কোয়েল, জয়া, মধুমিতা রা। এই টুর্ণামেন্টে ছয় গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়ে মাত্র ১৩ বছরের বিশাখা রায় বলে এতো মানুষের সমর্থন পাবো এটা কখনো ভাবিনি। মনে হচ্ছে স্বাধীনতার আনন্দ পাচ্ছি। স্বেচ্ছাসেবী সংস্থা র পক্ষ থেকে দীর্ঘ দিন যাবৎ শিশুর সার্বিক বিকাশের লক্ষ্যে কাজ করে চলেছে। l world vision স্টাফ মাননীয় দেবু পাত্র বলেন বাসন্তী ব্লক এলাকায় বারো থেকে আঠারো বছর পর্যন্ত একশো নয় জন মেয়েদের ফুটবল অনুশীলনে মাত্র ছয় মাসের প্রশিক্ষণে আমাদের মেয়েরা দারুন উন্নতি করেছে।