|
---|
মোল্লা জসিমউদ্দিন : মিকা সিং এর ‘স্বয়ম্ভর’ খ্যাত বঙ্গ তনয়া চন্দ্রানী দাস এবার পুজোর মরসুমে নিয়ে এসেছেন নতুন মিউজিক ভিডিও এলব্যাম ‘আমি তোর। ‘ মিউজিক ভিডিওতে অভিনয় এর সঙ্গে সঙ্গে ভিডিওটির পরিচালনা ও প্রযোজনাতেও রয়েছেন চন্দ্রানী স্বয়ং। তার প্রযোজনা সংস্থা মায়া এন্টারটেনমেন্ট এর ব্যানারে মুক্তি পেয়েছে ভিডিওটি।। ভিডিওতে চন্দ্রানীর সঙ্গে রয়েছে টলি অভিনেতা ঋদ্ধিশ চৌধুরী কে।। মিউজিক ভিডিওর কাহিনি লিখেছেন মায়া দাস। গান ও সংগীত অনুষঙ্গে রয়েছেন রুদ্র মজুমদার। মিক্সিং ও মাস্টারিং করেছেন সৌপ্তিক মৌলিক। মিউজিক ভিডিওর বিষয়ে চন্দ্রানী জানান, “উৎসবের মরসুম জুড়ে আমাদের মধ্যে প্রেমের অবস্থান খুব বেশি করে থাকে। রোমান্টিক মানুষের কাছে প্রতিটা দিনই উৎসব, কিন্তু তাও উৎসব এলে প্রেম যেন আরো বেশি রঙিন হয়ে ধরা দেয়।। এই মিউজিক ভিডিও তেমনি এক কাহিনী শোনাবে দর্শকদের।। আশা করি সকলের ভালো লাগবে।।” জানা গেছে, গত একাদশীর দিন এই ভিডিও এলব্যাম টি রিলিজ হয়েছে। জনপ্রিয়তায় চলছে এই এলব্যাম।দেখে নিন এই মিউজিক ভিডিও: https://youtu.be/qkkCpJgGIYM