|
---|
লুতুব আলি, বর্ধমান, নতুন গতি : স্বামী বিবেকানন্দের ১৬২ তম জন্মদিন পালিত হল বড়শুলে। বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের ১৬২ তম জন্মদিন পালন করল পূর্ব বর্ধমানের বড়শুল বিধায়ক জনসেবা কেন্দ্র। এদিনের অনুষ্ঠানে পৌরহিত্য করেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক। স্বামী বিবেকানন্দের জীবন ও দর্শন নিয়ে তিনি আলোকপাত করতে গিয়ে বলেন, আক্ষরিক অর্থে স্বামী বিবেকানন্দ কে যুব সমাজের আইকন ও বলা চলে। যুব সমাজকে উজ্জীবিত করতে তিনি অনেক মূল্যবান কথা বলে গেছেন। পরাধীন ভারতে বিশ্বের দরবারে দেশ কে তুলে ধরতে অনেক চিরন্তন কথা বলে গেছেন। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ধমান ২নং ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সৌভিক পান, সহ-সভাপতি শেখ মোঃ হাবিব, বড়শুল ২ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান রমেশ চন্দ্র সরকার, উপপ্রধান নাজিরা বেগম সহ অন্যান্যরা।