প্লাস্টিক মুক্ত ব্লক গড়ার শপথ নিয়ে বিবেক জয়ন্তী পালন

সেখ সামসুদ্দিন, ১২ জানুয়ারিঃ মেমারি ১ পঞ্চায়েত সমিতি সমগ্র ব্লককে প্লাস্টিক মুক্ত করার শপথ নেওয়ার মাধ্যমে স্বামীজীর জন্মজয়ন্তী পালন করে। মেমারি বামুনপাড়া মোড় থেকে র‍্যালি করে পঞ্চায়েত সমিতিতে পৌঁছায়। ওখানে পৌঁছে স্বামীজীর মূর্তিতে মাল্যদান করেন পূর্ব বর্ধমান জেলা পরিষদ বন ও ভূমি কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জী ও মেমারি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ হাঁসদা এবং উপস্থিত জয়েন্ট বিডিও অংশুমান ঘোষ সহ সমস্ত কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত প্রধান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ পুষ্পার্ঘ্য প্রদান করেন। নিত্যানন্দ ব্যানার্জী সকলকে নিয়ে প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন। এখান থেকে আবর্জনা কালেকশনের গাড়ি এবং বিভিন্ন জায়গায় দেওয়ার জন্য ডাস্টবিন এবং দুঃস্থ মানুষদের শীতবস্ত্র কম্বল প্রদান করা হয়। এই অনুষ্ঠান মঞ্চ থেকে জয়েন্ট বিডিও, সভাপতি, কর্মাধ্যক্ষ, সকলে নিত্যানন্দ ব্যানার্জীর আহবানে সাড়া দিয়ে ২০২৫ সালের ১২ জানুয়ারির মধ্যে মেমারি ১ ব্লককে প্লাস্টিক মুক্ত ব্লক করার শপথ গ্রহণ করেন।