|
---|
লুতুব আলি, বর্ধমান, নতুন গতি : পূর্ব বর্ধমান জেলার জনপ্রিয় নৃত্য সংস্থা ছন্দম এর ৩২ তম বন্যার্ধ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হলো। ছন্দমের নিজস্ব অলকানন্দ হলে অনুষ্ঠানটি হয়। ১৯৯২ সালের ১ জুলাই চন্দনের প্রতিষ্ঠা করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃত্যশিল্পী বর্ধমানের ভূমিপুত্র মেহবুব হাসান। তিনি নৃত্য গুরু, নৃত্যরত্নসহ একাধিক সম্মানে ভূষিত হয়েছেন। বাংলাদেশ থেকে পেয়েছেন বাফা সম্মান।মেহবুব হাসান এর কথায় : বিশিষ্ট নৃত্যশিল্পী অলকানন্দ সরকারের আশীর্বাদ নিয়ে ছন্দম তার পথচলা শুরু করেছে। পরবর্তীতে যাঁদের হাত ধরে ছন্দম সমৃদ্ধ হয়েছে তাঁরা হলেন রবীন্দ্রভারতীর অধ্যাপক গৌড়ীয় নৃত্যের জননী ডঃ মহুয়া মুখার্জি, ড: গায়ত্রী চ্যাটার্জী গুরু অজিত কুমার সান্যাল, শান্তি বসু। ছন্দম যাঁদের পদধুলিতে ধন্য হয়েছে তাঁরা হলেন পদ্মভূষণ অমলা শংকর, বাংলাদেশের বিখ্যাত নৃত্যশিল্পী অভিনেত্রী লায়লা হাসান, অভিনেতা হাসান ইমাম, গুরু বাল্মিকী ব্যানার্জি প্রমুখ। প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্র-ছাত্রীরা নৃত্য ও কবিতা আবৃত্তি পরিবেশন করেন। মনন শীল আলোচনায় অংশ নেন বিশিষ্ট সঞ্চালক শ্যামাপ্রসাদ চৌধুরী, মুনমুন ইসলাম, আফরিন। সমগ্র অনুষ্ঠান সুচারুভাবে পরিচালনা করেন সৃজন ও মুদ্রা।