|
---|
সেখ সামসুদ্দিন, ১৫ জুনঃ আজ নমিনেশনের শেষ দিন উপলক্ষে মেমারি ১ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকরণ চত্বরে বিভিন্ন কক্ষে চলছে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের নমিনেশন এবং সভাকক্ষে চলছে পঞ্চায়েত সমিতির নমিনেশন। এদিন শেষ দিন উপলক্ষে এবং তৃণমূলের শেষ মুহূর্তে গ্রাম পঞ্চায়েত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়, যা ত্রুটিপূর্ণ। ফলে দলীয় প্রার্থী ও কর্মীদের মধ্যে একটা চাপা ক্ষোভ থাকলেও তারা একত্রিত হয়ে ব্লক অফিসে আসেন নমিনেশন করতে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মেমারি থানার পুলিশ প্রশাসন বিশেষ ব্যবস্থা নিয়েছেন। কোথাও কোন গন্ডগোল বা সমস্যা নেই। আজ শেষ মুহূর্তে মেমারি ১ ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি মহঃ শাজাহান ও প্রাক্তন যুব সভাপতি জিতেন্দ্রনাথ সিং নমিনেশন ফাইল করেন। যুব সভাপতি নমিনেশন শেষে সাংবাদিকদের কাছে জানান কোন সমস্যা নেই নমিনেশন করতে এবং শেষ মুহূর্তের তালিকায় যে ত্রুটি-বিচ্যুতি রয়ে গেছে তা ঠিক হয়ে যাবে। যে যে এলাকার সেখান থেকেই তার নমিনেশন ফাইল করছেন। তিনি তার জয়ের ব্যাপারে ৫০০ শতাংশ নিশ্চিত।