রবীন্দ্র অঞ্চলের আলিপুর ও দুর্গানগরের জোড়া প্রার্থীদের নিয়ে নদী পথে নৌকায় করে মনোনয়নপত্র জমা দিতে রওনা দিলেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব!

কাকদ্বীপ: নুরউদ্দিন:রাজ্যে বুধবার দিন ছিল পঞ্চায়েত ভোটের মনোনয়ন পত্র জমা দেওয়ার পঞ্চম দিন।আর এই পঞ্চম দিনে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ বিডিও অফিসের সামনে মনোনয়নপত্র জমা দিয়ে বিজয় উৎসব পালন করল রবীন্দ্র অঞ্চলের আলিপুর ২০২ নম্বর বুথের তৃণমূল কংগ্রেসের কর্মীরা। মনোনীত জোড়া প্রার্থী সাইফুদ্দিন খাঁ ও বিরাট প্রমাণিক কে বিডিও অফিসে নমিনেশন দেওয়ার উদ্দেশ্যে নৌকায় করে রওনা দিলেন বাঁশতলা খেয়াঘাট থেকে পার হয়ে কাকদ্বীপ বিডিও অফিসে। আলিপুর ও দুর্গানগরে প্রায় ১৫০ জন তৃণমূল কংগ্রেসের কর্মী সহ রবীন্দ্র অঞ্চলের সহ-সভাপতি মাননীয় ডাক্তার অজয় কুমার প্রধান সাহেব সাথে ছিলেন। এদিন সকাল থেকেই কাকদ্বীপ বিডিও অফিসের পার্শ্ববর্তী ময়দানে শাসক দলের প্রার্থী সহ কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মত। তবে মনোনয়নের পঞ্চম দিনে দেখা যায়নি কোনো বিরোধী দলের প্রার্থীকে। বিডিও অফিসের ভিতরেও বাইরে পুলিশি নিরাপত্তাও ছিল যথেষ্ট। মনোনয়নপত্র জমা দেওয়ার পরেই তৃণমূলের কর্মী সমর্থকরা তাদের দলের প্রার্থীদের নিয়ে উল্লাসে মেতে ওঠে। নিমিষে রবীন্দ্র অঞ্চলে হোলি উৎসব পালিত হয়।

     

    কাকদ্বীপ থেকে নুরউদ্দিনের রিপোর্ট ।