|
---|
নিজস্ব সংবাদদাতা :আগামীকাল অর্থাৎ ১৬ই জুন থেকে আগামী তিন মাস পর্যটকদের গরুমারা ও চাপড়ামারী অভয় অরণ্যে পর্যটকদের প্রবেশ নিষেধ। প্রসঙ্গত এই সময়টা বনের জীব জন্তুর প্রজনন কাল , তারা যাতে কোনভাবেই বিরক্ত না হয় সেই কারণে প্রতিবছর বর্ষার সময় তিন মাস অভয় অরণ্যে পর্যটকদের প্রবেশ নিষেধ থাকে। পুজোর সময়ের কিছু আগে পুনরায় আবার পর্যটকদের জন্য খুলে যাবে অভয় অরণ্য। এক পর্যটন ব্যবসায়ী এই বিষয়ে জানিয়েছেন, বর্ষার সময় ডুয়ার্সের অভয় অরণ্য বন্ধ থাকলেও পর্যটকরা আসতে পারবেন। ডুয়ার্সে বর্ষা অপরূপ। ডুয়ার্সের অফ বিট জায়গাগুলোতে পর্যটকরা বর্ষা দেখার আনন্দ উপভোগ করতে পারেন।