|
---|
নিজস্ব সংবাদদাতা : এবারে ধস নামল দার্জিলিং এও।কোন বড় ধরনের ধস না হলেও গতকাল রাত থেকেই বৃষ্টির কারনে দার্জির্লিং এ ধস নামে বেশ কিছু জায়গাতে।দার্জিলিং এর পুন্ডাই এলাকাতে গতকাল রাত্রে ধস নামে। রাতেই বহু গাড়ি আটকিয়ে পড়ে দার্জিলিং এর পথে।আটকে পড়ে বহু মালগাড়ি।ধসের কারনে আটকে পড়ে বহু যাত্রীবাহী বাস এবং প্রাইভেট গাড়ি।গতকাল রাত থেকে আজ সকাল পযর্ন্ত দার্জিলিং এ বৃষ্টি হয়েছে মাঝাড়ি ধরনের। বৃষ্টির কারনে পাথর পড়ে আটকে পড়ে পাহাড়ের বিভিন্ন এলাকাজুড়েই। স্থানীয় মানুষেরা নিজেরাই ধস সরাতে রাস্তায় নেমে পড়েন।বহু মানুষ সিকিম থেকে দার্জিলিং এ এসেছেন তারাও আটকে পড়েন গাড়িতেই। অন্ধকারে ধস সরাতে অসুবিধা হলেও আজ সকাল থেকেই চলে আসেন স্থানীয় মানুষ। রাস্তা থেকে পাথর এবং গাছ সরিয়ে তারা নিজেরাই রাস্তা পরিষ্কার করতে নেমে পড়েন।