|
---|
নিজস্ব সংবাদদাতা : তিনটি চুরি যাওয়া মোবাইল ফোনসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুখুরিয়া থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম জয়নাল আবদীন।
বিশেষ সূত্রে খবরে পেয়ে পুখুরিয়া থানার পুলিশ অভিযান চালিয়ে তিনটি মোবাইল ফোনসহ জয়নালকে পাকড়াও করা হয়। পুলিশ সূত্রে জানা যায় যে মোবাইল ফোন গুলির চুরি হয়ে যাওয়ার ঘটনা পুলিশের কাছে লিখিতভাবে জানাই মালিক কর্তৃপক্ষ। সেইমতো অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুখুরিয়া থানার পুলিশ। গতকাল রাত্রে পুকুরিয়া থানার পুলিশ ওল্ড মালদা থানার পুলিশের সহযোগিতায় পুলিশ বলরামপুর এলাকা থেকে ধৃত ব্যক্তিকে গ্রেপ্তার করে।
তারপরই পাকড়াও করা হয় ওই মোবাইল চোরকে বুধবার ধৃতকে আদালতে পাঠিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুখুরিয়া থানার পুলিশ ।