কেন্দ্রের বাজেটে চরম হতাশায় চা-শিল্প

উত্তরবঙ্গ: কেন্দ্রের বাজেটে চরম হতাশায় চা-শিল্প। কমানো হলো বন্ধু শিল্পপতিদের সুবিধার জন্য কর্পোরেট ট্যাক্স, কিন্তু ঘোষণা করা হলো না চা বাগানের সাথে যুক্ত শ্রমিকদের উন্নয়নের জন্য কিছু। চা-শিল্পকে চাঙ্গা করার এবার যথেষ্ট সুযোগ ছিল।

    তৃণমূল চা-শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীরেন্দ্র ওরাওঁ বলেন ‘‘আমাদের মুখ্যমন্ত্রী কেন্দ্রের অর্থনৈতিক বঞ্চনা সত্ত্বেও উত্তরের চা-শিল্প ও চা-শ্রমিকদের জন্য সবসময় ভাবেন, সেখানে এবারের কেন্দ্রীয় বাজেটে এই শিল্পের প্রাপ্তি শুধুই বঞ্চনা।”

    চা-চাষের উপকরণের মূল্যবৃদ্ধির কারণে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে ভারতীয় চা।