|
---|
আজিজুর রহমান, গলসি : ভোট শুরুর আগেই গলসির শাসক শিবিরে বড়সড় ভাঁঙন। এক সাথে চল্লিশজন কর্মী দল ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগদান করলেন। বুধবার দিন ওই যোগদান বলে জানিয়েছেন, গলসি ২ ব্লকের কংগ্রেস নেতা তথা ব্লক কংগ্রেসের সভাপতি অসীম দত্ত। তার দাবী, সোমবার গলসির আদরাহাটী ও গলসি গ্রাম পঞ্চায়েতের ৪০ জন সক্রিয় তৃণমূলের নেতা কর্মী তাদের দলে যোগ দিয়েছেন। তিনি বলেন, একসময় এই কর্মীরা তাদের দল ছেড়ে তৃণমূল যোগ দিয়ে তৃণমূলকে মজবুত করেছিল। বর্তমানে দুর্নীতি ভরে গেছে তৃণমূল দলটি। সর্বস্তরে লাগামহীন দুর্নীতি ও চাকরি লুট করেছে তৃণমূল কংগ্রেস। এরই বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রতিবাদ জানিয়ে তৃণমূল কর্মীরা তৃণমূল ছেড়েছেন বলে অভিমত তার। তবে গলসি ২ নং ব্লক তৃণমূলের সভাপতি সুজন মন্ডল বলেন, আনুষ্ঠানিক ভাবে জয়েন করেছে বলে আমাদের কাছে এখনও প্রযন্ত কোন খবর নেই। এখন কেউ টিকিট পাচ্ছে কেউ পাচ্ছে না। যারা টিকিট পাচ্ছে না তারা যদি দল ছাড়ে তাহলে তারা নিজেদের স্বার্থে রাজনীতি করতে এসেছিল বলে আমি মনে করি। তাছাড়া তিনি বলেন, সবাইকে টিকিট দেওয়া সম্ভব নয়। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জনজোয়ার যাত্রা করে নিচু তলার কর্মী ও সাধারণ মানুষের রায় নিয়েছেন। সেই রায়ের ভিত্তিতে টিকিট দিয়েছে দল। ২০১৯ সালে অনেকেই দল ছেড়েছেন। তারপরও সাধারণ মানুষ পাশে থাকায় তৃণমূল তৃণমূলের জায়গায় আছে। আমার আশা আমাদের সরকার যা উন্নয়ন করেছে তার নিরিখে সাধারণ মানুষ তৃণমূলকেই ভোট দেবে।