|
---|
বিশেষ প্রতিবেদন,বারাসাত : আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন নিয়ে রাজ্য রাজনীতি এখন সরগরম। নমিনেশনের শেষ দিন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদে অনেক প্রার্থী নমিনেশন জমা করলো জেলাশাসক এর অফিসে। তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা দলবদ্ধভাবে নমিনেশনে অংশগ্রহণ করে। জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা বিধায়ক শ্রী নারায়ণ গোস্বামী, মাদ্রাসা শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি তথা কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ,আরসাদ উদ জামান সহ অন্যান্যরা বেলা বারোটার দিকে জমা করতে হাজির হয়।উল্লেখ্য বারাসাত -২ ব্লকের ৩৮ নং আসনের সদস্য মরহুম মতিয়ার রহমান সাপুই এর মৃত্যুতে খালি হয়ে যায়।সেই আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসাবে মনোনয়ন জমা করেন একেএম ফারহাদ। উল্লেখ্য বৃহস্পতিবার সকালে,মৃত্যু মতিয়ার রহমান সাপুই এর কবর জিয়ারত ও তার পরিবারের সদস্যদের কাছ থেকে দোয়া চেয়ে রহনা দেয় বারাসাত এর উদ্দেশ্য। এলাকার মানুষের স্বতঃস্ফূর্ততা প্রমাণ করে দেয় দাদপুর, কৃত্তীপুর-১,কৃত্তিপুর ২ অঞ্চল নিয়ে গঠিত ৩৮ নম্বর আসনটি তৃণমূল কংগ্রেসের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তৃণমূল কংগ্রেস প্রার্থীরা, জয়ের ব্যাপারে নিশ্চিত বলে তাদের কথায় উঠে আসে। তারা বলেন মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুব সমাজের নয়নের মনি সাধারণ সম্পাদক, সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের পাশে থেকেই জনসেবা করে যাবে।