|
---|
নিজস্ব সংবাদদাতা: বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাডেমির চেয়ারম্যান ও যুথিকা সাহিত্য পত্রিকার সম্পাদক কবি ও সাহিত্যবন্ধু সোমনাথ নাগ আজ সন্ধ্যা ৬টা ৪২মিনিটে এই মায়ার জগৎ ছেড়ে যান। বুষ্টার ডোজ নেওয়ার পর ১ আগস্ট থেকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সোমনাথ বাবু। গত বছর তাঁর রক্তে সুগারের পরিমাণ বেশি দেখা দেয়, ধরা পড়ে রক্ত পরীক্ষায়। এবার হঠাৎ অসুস্থ হওয়ার পর শারীরিক পরীক্ষায় তাঁর বেশ কিছু সমস্যার কথা ধরা পড়লে কলকাতার একটি হাসপাতলে ভর্তি করা হয়। ক্রমশ অবনতি হতে থাকে। যাদবপুর কে. পি. সি. হাসপাতালে ভেন্টিলেশনে থাকার পর আজ (১৭ আগস্ট) বুধবার ৬টা ৪২মিনিটে তিনি পরলোক গমন করেন।
তাঁর প্রতিষ্ঠিত বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাডেমির ছত্রছায়ায় বর্তমানে প্রায় দুশোর কাছাকাছি সাহিত্য পত্রিকা রয়েছে। আগামী ৪ সেপ্টেম্বর কলকাতায় তাঁর উদ্ভাবিত ‘পরমাণু কবিতা’ নিয়ে একটি বড়সড় অনুষ্ঠান আয়োজনের কর্মসূচি আছে। পরমাণু কবিতার কাব্যগ্রন্থ নিয়ে ৫০ হাজার টাকার একটি প্রতিযোগিতার আয়োজন করেন তিনি। সেই ফলাফল ও পুরস্কার প্রদানের কথা হয় ওই মঞ্চে।
সোমনাথ নাগের হাত ধরে বাংলায় অনেক কবি, সম্পাদক ও সাহিত্য পত্রিকার উদ্ভব ঘটে। তাঁর এই অকাল প্রয়াণে বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাডেমি মনোনীত পত্রপত্রিকাতো বটেই আপামোর সাহিত্যপ্রেমীরা গভীরভাবে শোকাহত। এই ক্ষতি অপূরণীয় বলেই মনে করছেন তারা। তিনি পরোপকারী তথা খুব ভালো মানুষ ছিলেন।