|
---|
সত্যজিৎ চক্রবর্তী : বালিপুর, হুগলী,বৃহস্পতিবার ২২সে ডিসেম্বর বৃহস্পতিবার হুগলির খানাকুল থানার বালিপুরে সজাগ মঞ্চের উদ্যোগে সেচ্ছায় রক্তদান শিবির, কৃতি ছাত্রছাত্রীদের ও বিনাপনে বিবাহকারী দম্পতিদের সম্বর্ধনা প্রদান অনুষ্ঠান হয়ে গেল বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংবাদিক ও লেখক নৌশাদ মল্লিক। প্রধান অতিথি ছিলেন ডাঃ ফুয়াদ হালিম। সম্মানিয় অতিথি প্রাক্তন ডিআইজি জাহিদুর রহমান। ইসলামিক চিন্তাবিদ মওলানা মোবারক করিম জহর, আইনজীবী মাসুদ করিম, বিশিষ্ট সমাজসেবক দেবাশীষ শেঠ, ডাঃ শক্তিপদ সামন্ত, উত্তম কুমার খান, শাহআলম খান, শেখ আজিজুর রহমান, সন্দীপ কুমার চিনা প্রমুখ। সঞ্চালনায় সৈয়দ এহেতশাম মামুন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সজাগ মঞ্চের সম্পাদক শেখ বাহারুল ইসলাম।