|
---|
লুতুব আলি, বর্ধমান, ২২ ডিসেম্বর : গ্রামীণ স্বাস্থ্য পরিষেবার মানকে উন্নততর করতে এবং সুস্বাস্থ্যের লক্ষ্যে 22 ডিসেম্বর একটি মনোজ্ঞ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিন পূর্ব বর্ধমানের জামালপুরের শুঁড়ে কালনা কাঁশ রা হাই স্কুলে সভাবটি হয়। আয়োজক প্রগ্রেসিভ রুরাল মেডিকেল প্র্যাকটিশওনার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন। এম আর ভ্যাকসিন ও টি বি রোগের ওপর আলোচনা হয়। উল্লেখ্য, ২০২৩ এর জানুয়ারি থেকে রাজ্য জুড়ে শুরু হবে এম আর ভ্যাকসিন প্রোগ্রাম। এই ভ্যাকসিন প্রোগ্রামটি যাতে সুসংহত ভাবে করা যায় সেই ব্যাপারে এদিন বিশদে আলোচনা হয়। ইতিপূর্বে জামালপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকেও এ ব্যাপারে বিভিন্ন ধরনের আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। এ দিনের আলোচনা সভায় পৌরহিত্য করেন জামালপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক ডা: ঋত্বিক ভট্টাচার্য। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুর ১ নং পঞ্চায়েতের উপপ্রধান শাহাবুদ্দিন মন্ডল, জামালপুর ২ নং পঞ্চায়েতের প্রধান উদয় দাস প্রমুখ। এসোসিয়েশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রাশিদ আলী হালদার, বিশ্বজিৎ বাবু, জগবন্ধু হাজরা, সুমন্ত ঘোষ সহ ৩২ জন গ্রামীণ চিকিৎসক। ডা: ঋত্বিক ভট্টাচার্য ও রাশেদ আলী হালদার বলেন, ভ্যাকসিন বিষয়ে এই আলোচনা সভায় ব্যাপকভাবে সাড়া মিলেছে। আসন্ন ভ্যাকসিন এর প্রোগ্রাম গুলিও সফলতার সঙ্গে সম্পন্ন হবে বলে আশা করা যাচ্ছে।