হিঙ্গলগঞ্জ কলেজ পরিদর্শন করলেন বিধানসভার স্ট্যান্ডিং কমিটির সদস‍্যরা

মহ: মফিজুর রহমান, উত্তর ২৪ পরগণা : আজ পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার উচ্চশিক্ষা বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সদস্যরা হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয় পরিদর্শনে আসেন। এই পরিদর্শক দলে ছিলেন চেয়ারম‍্যান রফিকুল ইসলাম মণ্ডল, বাগমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো, কাশিপুরের বিধায়ক কমলাকান্ত হাঁসদা, বড়েঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা, এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি, আমতার বিধায়ক সুকান্ত কুমার পাল। এই পরিদর্শক দলে উচ্চশিক্ষা দপ্তরের একাধিক আধিকারিক উপস্থিত ছিলেন। তাঁরা হলেন অপর্ণা চক্রবর্তী, শম্পা মিত্র সান্যাল ও মলয় কুমার মুখোপাধ্যায়। এছাড়াও উত্তর চব্বিশ পরগনা জেলার শিক্ষা আধিকারিক শ্রীমতি মধুমিতা মুখোপাধ্যায় উপস্থিত ছিলেন। তাঁরা আলাদা আলাদা ভাবে ছাত্র-ছাত্রী, অধ‍্যাপক-অধ‍্যাপিকা ও শিক্ষাকর্মীদের সঙ্গেও কথাবার্তা বলেন। মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শেখ কামাল উদ্দিন প্রতিনিধি দলের সামনে মহাবিদ্যালয়ের অতীত, বর্তমানের ইতিহাস যেমন তুলে ধরেন তেমনি ভবিষ্যৎ পরিকল্পনার কথাও ব্যক্ত করেন। তিনি প্রতিনিধি দলের সদস্যদের কাছে একটি রিপোর্ট পেশ করেন। তিনি বিভিন্ন দপ্তর থেকে প্রাপ্ত অর্থ এবং তার খরচ সম্পর্কিত তথ্য জানান। স্থানীয় বিধায়ক দেবেশ মণ্ডল, মহাবিদ‍্যালয়ের অধ‍্যক্ষ শেখ কামাল উদ্দিন, প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীম ভড় ও এন.সি.সি-র পক্ষ থেকে আগত প্রতিনিধি দলকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।