পড়ুয়াদের স্বাস্থ্য ও নিরাপত্তার জন্য রাজ্যের প্রতিটি স্কুলে তৈরি হচ্ছে মনিটরিং কমিটি

মহ: মফিজুর রহমান, নতুন গতি : পড়ুয়াদের স্বাস্থ্য ও নিরাপত্তার জন্য রাজ্যের প্রতিটি স্কুলে বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। এইমর্মে রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, পড়ুয়াদের স্বাস্থ্য ও নিরাপত্তার কথা ভেবে রাজ্যের প্রতিটি স্কুলে স্টুডেন্ট অ্যান্ড সিকিউরিটি মনিটরিং কমিটি (এসএসএমসি) গঠন করতে হবে। স্কুলে যাতে ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো পতঙ্গবাহিত রোগ না ছড়িয়ে পড়ে সেদিকে বিশেষ নজর রাখবে এই কমিটি। পাশাপাশি স্কুলের পানীয় জল নিরাপদ কিনা তারও পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে জনস্বাস্থ্য ও কারিগরি দফতরে পাঠাতে হবে কমিটিকে। এগুলির পাশাপাশি স্কুলে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং স্কুলে আগত অতিথিদের জন্য পৃথক পৃথক শৌচাগারের ব্যবস্থা নিশ্চিত করতে হবে এই কমিটিকে। প্রতি ছ’মাস অন্তর স্কুলের বৈদ্যুতিক যন্ত্রপাতি পরীক্ষা করাতে হবে কোনো লাইসেন্সপ্রাপ্ত ইলেকট্রিশিয়ানকে দিয়ে। ছাত্রছাত্রীদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে স্কুল চত্বরে সিসিটিভির ব্যবস্থা করতে হবে। এছাড়াও রাজ্য সরকারের সেভ ড্রাইভ, সেভ লাইভ কর্মসূচির প্রচার চালাতে হবে এই স্টুডেন্ট অ্যান্ড সিকিউরিটি মনিটরিং কমিটিকে। কিন্তু কিভাবে গঠিত হবে এই কমিটি ? তারও সুস্পষ্ট দিকনির্দেশনা দিয়ে দিয়েছে পর্ষদ। মধ্যশিক্ষা পর্ষদের সচিব সুব্রত ঘোষের জারি করা ওই নির্দেশিকায় বলা হয়েছে, কমিটির নেতৃত্বে থাকবেন স্কুলের প্রধান শিক্ষকরা। প্রতিটি কমিটিতে একজন করে শিক্ষিকা থাকবেন। কোনো স্কুলে শিক্ষিকা না থাকলে সংশ্লিষ্ট স্কুলের কোনো শিক্ষক সেই দায়িত্ব পালন করবেন। এছাড়াও কমিটিতে থাকবেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি, দু’জন অভিভাবক, পুলিশ এবং পরিবার ও সমাজ কল্যাণ দফতরের তরফে দু’জন প্রতিনিধি।