|
---|
রহমতুল্লাহ, সাগরদিঘী : ৭ই মার্চ ২০২২ সোমবার থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। করোনা মহামারি আবহ কাটিয়ে জীবনের প্রথম বড়ো পরীক্ষার আসরে বসছে ছাত্রছাত্রীরা। এদিন মুর্শিদাবাদের সাগরদিঘী ব্লকের কাবিলপুর উচ্চ বিদ্যালয়ে প্রথম মাধ্যমিক পরীক্ষার্থীদের সেন্টার হয়েছে । অত্র ব্লকের গৌরীপুর হেমজুদ্দিন হাই স্কুলের ১১৭জন ছাত্র কাবিলপুর উচ্চবিদ্যালয়ে এবছরের মাধ্যমিক পরীক্ষা দিতে আসেন। এদিন মাধ্যমিক পরীক্ষার্থীদের উৎসাহ, শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে ISO নামক একটি সংগঠনের সদস্যরা ছাত্রদের হাতে কলম, তুলে দেন। এদিন সাগরদিঘী থানার ভারপ্রাপ্ত অধিকারীক সুমিত বিশ্বাস সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান পাশাপাশি সাগরদিঘী ব্লকের স্বেচ্ছাসেবী সংগঠনদের পরীক্ষা সেন্টারে গিয়ে মাধ্যমিক ছাত্র- ছাত্রীদের হাতে জল এবং মাস্ক দেওয়ার আহ্বান জানান। কাবিলপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান জানান কাবিলপুর উচ্চ বিদ্যালয়ে এই প্রথম বার সেন্টার সুতরাং প্রথম দিকে একটু চাপের মধ্যে থাকলেও ছাত্ররা শান্ত পরিবেশেই পরীক্ষা দিয়েছে, তিনি আরও জানান, গৌরীপুর হেমজুদ্দিন হাই স্কুল থেকে এবছর মোট ১১৭ জন মাধ্যমিক পরীক্ষার্থী কাবিলপুর উচ্চ বিদ্যালয়ে পরীক্ষায় বসেন, কিন্তু ছাত্রদের জীবনের প্রথম পরীক্ষা কিন্তু পরীক্ষার্থীদের অবিভাবকের সংখ্যা খুব কম।