|
---|
আজিজুর রহমান,গলসি : মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে জলের বোতল, কলম ও একটি করে গোলাপ ফুল তুলে দিলেন গলসি ১ নং ব্লকের তৃণমূল নেতা তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি জাকির হোসেন ও বুদবুদ থানার ওসি সেকেন্দার আলম। এদিন গলসি ১ নং ব্লকের চাকতেঁতুল ও শালডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে আগত চারশো সাঁইত্রিশ জন পরীক্ষার্থীদের হাতে ওই উপহার তুলে দেন তারা। সাথে উপস্থিত ছিলেন, গলসি ১ নং ব্লকের এসসি ও ওবিসি সেলের সভাপতি স্বপন কুমার বাউরি, চাকতেতুঁল গ্রাম পঞ্চায়েত প্রধান অশোক ভট্টাচার্য সহ অনেকে। জাকির বাবু জানিয়েছেন, করোনা আবহ থেকেই স্কুল কলেজ বন্ধ ছিল। বর্তমানে সেই পরিস্থিতি বেশ স্বাভাবিক হয়েছে। তাই আজ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। এলাকার আশে পাশের স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীদের সিট পরেছে তাদের এলাকার ওই দুটি বিদ্যালয়ে। তাই তিনি পরীক্ষার্থীদের উৎসাহ দিতে এলাকার দুটি স্কুলে যান। এবং তাদের হাতে কিছু ওই উপহার তুলে দেন। তাছাড়া সকল পরীক্ষার্থীদের তিনি সাফল্য কামনা করেছেন।