|
---|
মালদা, ৭ মার্চ: বেপরোয়া মোটর বাইকের ধাক্কায় গুরুতর জখম হলো তিন বছরের এক শিশু। মোটর বাইকের চাকা ওই শিশুর পায়ের উপর দিয়ে চলে যায় বলে অভিযোগ। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানা কোতুয়ালি গ্রাম পঞ্চায়েতের চকবন্দিপুর এলাকায় । যদিও ঘাতক মোটরবাইকটিকে ধরতে পারে নি স্থানীয় বাসিন্দারা। গুরুতর জখম ওই শিশুকে ভর্তি করানো হয়েছে মালদা মেডিকেল কলেজে।
জখম শিশুর বাবা তপন পাহাড়ি জানিয়েছেন, তার ছেলের নাম অজয় পাহাড়ি (৩)। তাদের বাড়ি জহুরাতলা এলাকায়। রবিবার তারা কোতোয়ালিতে এক আত্মীয়ের বাড়ি ঘুরতে গিয়েছিলেন। এদিন সকালে ওই এলাকার রাস্তার ধারে তার ছেলে অজয় পাহাড়ি খেলা করছিল। সেই সময় একটি মোটর বাইক বেপরোয়াভাবে এসে তার ছেলের গায়ে চাপিয়ে দেয়। তাতে গুরুতর জখম হয় তিন বছরের ওই শিশু। তার বাম পায়ের হাড় দু টুকরো হয়ে গিয়েছে। ঘাতক মোটরবাইকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জখম শিশুর পরিবার।