বর্ধমানের মঙ্গলকোটে বিধানসভা ভোটের দামামা বাজিয়ে কর্মী বৈঠক অনুব্রত মণ্ডলের নেতৃত্বে

রাহুল রায়,পূর্ব বর্ধমানঃ ২০২১ সালের বিধানসভা ভোট কে সামনে রেখে কর্মী বৈঠক অনুষ্ঠিত হলো মঙ্গলকোটের নতুনহাটে । প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মঙ্গলকোটের পর্যবেক্ষক তথা বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল।আজ মূলত বুথ সভাপতি, অঞ্চল সভাপতি, গ্রাম পঞ্চায়েতের প্রধান, গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, পঞ্চায়েত সমিতির সকল সদস্য ও তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দের নিয়ে এই কর্মী বৈঠক হলো।

    লোকসভা ভোটে যে সমস্ত অঞ্চলে তৃণমূল কংগ্রেসের ভোটের রেজাল্ট খারাপ হয়েছে ,সেই সমস্ত অঞ্চল গুলিকে আরো ভালো করে কাজ করার বার্তা দেন অনুব্রত মণ্ডল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মঙ্গলকোটের পর্যবেক্ষক অনুব্রত মণ্ডল মঙ্গলকোট লোকসভার এম,পি অসিত মাল,মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অপূর্ব চৌধুরী,মর্কট ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শান্ত সরকার, মুন্সি রেজাউল হক সহ অন্যান্য নেতৃত্ব। পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের কোন অসুবিধা না হয় সেদিকে নজর দিতে বলেন তিনি। লকডাউন এর মধ্যে যে সমস্ত মানুষ কাজ হারিয়েছেন তাদের পাশে দাঁড়ানোর কথা বলেন।

    সবমিলিয়ে বিধানসভা ভোটে বিপুল ভোটে জয়লাভ করতে পারে সেই বার্তা দিয়ে যান কর্মীদের উদ্দেশ্যে।এই কর্মী সম্মেলন অনুষ্ঠানে বিজেপি থেকে প্রায় ৫০০ জন সক্রিয় কর্মী যোগদান করেন তৃণমূল কংগ্রেসে অনুব্রত মণ্ডলের হাত ধরে।সবমিলিয়ে তৃণমূল কংগ্রেস মঙ্গলকোট বিধানসভা থেকে বিপুল ভোটে জয়লাভ করবে এই আশা মঙ্গলকোট ব্লক সভাপতি অপূর্ব চৌধুরীর।