|
---|
মনিরুল আজিজ, হরিশ্চন্দ্রপুর, নতুন গতি: মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার রাঙাই পুর (পাহলমান গাচ্ছি ) গ্রামের বাসিন্দা আব্দুল লতিব কয়েক বছর আগে বিদেশ থেকে ফেরার পথে, হরিশ্চন্দ্রপুর স্টেশনের পার্শ্ববর্তী এলাকায় দুষ্কৃতীদের হাতে খুন হন। অথচ দুর্ভাগ্যের ব্যাপার খনিগুলো অধরা। আব্দুল লতিবের মৃত্যুর ফলে পরিবারটি অসহায় হয়ে পড়ে।
অভাবী হয়েও মৃত আব্দুল লতিবের স্ত্রী জেলেখা বেওয়া তার নাবালিকা মেয়ে মেহেরুন খাতুনকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে চেয়েছিলেন। কিন্তূ মাত্র ২ সপ্তাহ আগে, করোনা ভাইরাস এর প্রাক্কালে মায়ের সব স্বপ্ন ভেঙে দিয়ে দুষ্কৃতীরা দশম শ্রেণীতে পাঠরত মেহেরুন খাতুনকেও শারীরিক নির্যাতন করে খুন করে। তবে হালকা হলেও স্বস্তির খবর, মেহেরুন খাতুন এর দুই জন খুনি গ্রেফতার হয়েছে। মৃত মেহেরুন খাতুন এর মা জেলেখা বেওয়া প্রশাসনের কাছে খুনিদের ফাঁসির দাবি করেছেন।
সংবাদ মাধ্যমে খবর পেয়ে ছুটে যান বিশিষ্ট সমাজসেবী তথা নির্মাণ কোম্পানির মালিক মতিউর রহমান সাহেব। অসহায় জেলেখা বেওয়াকে সমবেদনা জানিয়ে কিছু আর্থিক সাহায্য করেন এবং ভবিষ্যতেও সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেন। এছাড়াও সাথে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুরের জয়হিন্দ বাহিনীর পর্যবেক্ষক আমিনুল হক মহাশয়।