|
---|
রাহুল রায়,পূর্ব বর্ধমানঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা পশ্চিমবাংলা জুড়ে চলছে যুবশক্তির কার্যক্রম। সেই কার্যক্রমে আজ পূর্ব বর্ধমানের বর্ধমানের ১নম্বর ব্লকের রায়ান এক নম্বর অঞ্চলে প্রচুর যুবক-যুবতী যুব শক্তিতে অন্তর্ভুক্ত হলো। রায়ান সভাকক্ষে এক সভায় তারা এই কার্যক্রমে যুক্ত হলো।
পরে এক সাংবাদিক বৈঠকে রায়ান এক নম্বর অঞ্চল তৃণমূল যুব সভাপতি কার্তিক বাগ জানিয়েছেন আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এই যুবক যুবতীরা যুবশক্তি কার্যক্রমের মাধ্যমে তারা বিজেপি সিপিএম কংগ্রেস সহ বিরোধী দলের কুৎসাএবং অপপ্রচারের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে।
আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান ১নম্বর তৃণমূল যুব সভাপতি মানস ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেস সাপোর্টার সোশ্যাল মিডিয়া পক্ষ থেকে সুখেন্দু কোনার, রায়ান ১নম্বর অঞ্চল কংগ্রেস সভাপতি শেখ জামাল যুব নেতা সঞ্জয় ঠাকুর চঞ্চল মালিক ,সুদেব বাগ সহ নেতৃবৃন্দ।সমগ্র অনুষ্ঠানে পৌরহিত্য করেন রায়ান ১ যুব সভাপতি কার্তিক বাগ।