|
---|
নিজস্ব প্রতিবেদক:-নিখোঁজ (Missing) যুবকের (Youth Body) বস্তাবন্দি দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের (West Burdwan) সালানপুরে। মৃত যুবকের পরিবারের সদস্যদের দাবি খুন করে তাকে জঙ্গলে ফেলে দেওয়া হয়েছিল। পুলিশ মৃতদেহ (Dead Body) উদ্ধার করেছে। তবে কী কারণে এই খুন (Murder) তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাটি সালানপুর (Salanpur) থানার জেমারি এলাকার। মৃতের নাম রাজেশ বাউরি। এই ঘটনায় পুলিশ (Police) দুই মহিলা সহ তিনজনকে আটক করেছে। ঘটনার তদন্ত করছে পুলিশ। আরও কোনও ব্যক্তি এই ঘটনার সঙ্গে জড়িয়ে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।কিছুদিন আগেই দেগঙ্গায় পুকুর থেকে সব্জি ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায়। ঘটনাটি ঘটেছিল দেগঙ্গার বেড়াচাঁপা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের চ্যাংদানা এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম পরিমল মণ্ডল।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) দেগঙ্গার বেড়াচাঁপা এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় পরিমল মণ্ডল নামে এক সব্জি ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার হয় পুকুর থেকে। এলাকার বাসিন্দারা জানাচ্ছেন, ওই ব্যক্তি কলকাতায় শাক সব্জির ব্যবসা করতেন। প্রতিদিন সন্ধ্যেবেলায় বাড়ি ফিরতেন। বাড়ি ফিরে বাড়ি থেকে কিছুটা দূরে গ্রামের একটি পুকুরে রোজ স্নান করতেন। ঘটনার দিন সন্ধেবেলায় রোজকার মতো পুকুরে স্নান করতে যান। কিন্তু তারপর আর বাড়ি ফেরেননি। রাতে অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। সূত্রের খবর, ঘটনার সকালে জেলেরা ওই পুকুরে মাছ ধরতে আসেন। তখনই দেখতে পান পুকুরের জলে এক ব্যক্তির হাত ভাসছে। এরপরই এলাকার লোকেরা খবর দেন দেগঙ্গা থানায়। পুলিশ এসে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে।