ওলামা বোর্ড কর্তৃক পরিচালিত, ইন্টার ন্যাশনাল অনলাইন ক্বেরাত ট্রেনিং ইনস্টিটিউট

নতুন গতি প্রতিবেদক : বাসন্তী থানার অন্তরগত, কাঁঠাল বেড়ীয়া, ডকঘাট, আল – মদিনা একাডেমিতে এক সাংবাদিক সম্মেলন হয় আজ। পশ্চিমবঙ্গ ওলামা বোর্ড কর্তৃক পরিচালিত, “ইন্টার ন্যাশনাল অনলাইন ক্বেরাত ট্রেনিং ইনস্টিটিউট”। এর মাধ্যমে, বিশ্বের অন্যতম ক্বারী শাইখ আহমাদ বিন ইউসুফ আযহারী সাহেবের সার্বিক তত্ত্বাবধানে এবং নিজে অনলাইন zoom অ্যাপ এর মাধ্যমে সরাসরি ক্লাস করাবেন। ক্বেরাত কোর্স সম্পূর্ণ হওয়ার পর ওলামা বোর্ডের পক্ষ থেকে মানপত্র ও পাগড়ী প্রদান করা হবে। আগামী ১০ আগস্ট পর্যন্ত ভর্তি নেওয়া হবে এবং ক্লাসের দিন ও সময় নির্ধারণ করবেন আযহারী সাহেব নিজেই বলে ওলামা বোর্ড জানিয়েছে।

    উল্লেখ্য আযহারী সাহেব জানিয়েছেন, ওলামা বোর্ড যে উদ্যোগ নিয়েছে আমি মনে করি এই যুগের সবথেকে সেরা উদ্যোগ আমি ওলামা বোর্ডের এই কাজের সঙ্গে শেষ জীবন পর্যন্ত থাকবো।

    সাংবাদিক সম্মেলনে উপস্থিত ওলামা বোর্ডের নেতৃত্ব বৃন্দ ও বিশিষ্ট ব্যাক্তিদের অভিমত, পশ্চিমবঙ্গ ওলামা বোর্ডের ডাইরেক্টর মাওলানা আমানুল্লাহ সাহেব বলেন, আমাদের এই পদক্ষেপ যাতে করে পৃথিবীব্যাপী সকল কোরআন প্রেমিক, ক্বোরআন কে আরও সুন্দর ভাবে নিজেরা আয়ত্ত করতে পারেন, বিশ্বের অন্যতম ক্বারি শাইখ আহমাদ বিন ইউসুফ আজহারী সাহেবের সান্নিধ্যে। উপস্থিত ছিলেন, সংগঠনের সেক্রেটারি- মাও:খাইরুজ্জামান সাহেব, ওলামা বোর্ডের অভিভাবক, মাও: ডঃ কামাল উদ্দিন সাহেব, মাও: খলিলুল্লাহ সাহেব, মাও: আব্দুস সালাম সাহেব, মাও: সাবির উদ্দিন সাহেব, হাফেজ, সাইফুদ্দিন সাহেব প্রমূখ।

    একই সঙ্গে হাফিজুর রহমান বলেন, আজ যে নাম আমরা বারে বারে শুনছি ইউসুফ আযহারী সাহেব, তিনি মিশর থেকে পড়াশোনা করে সেখান থেকে খেতাব অর্জন করে বিশ্বের দরবারে নিজেকে মেলে ধরেছেন। সেইরকম এক মহান ব্যক্তিত্বের কাছ থেকে কোরান শেখাটা আমাদের একটা বিশেষ পাওনা। এতে করে অনেক ছাত্র উপকৃত হবে এবং তাঁদের ভবিষ্যৎ সুদূর প্রসারী হবে বলে আমি আশাবাদী।