|
---|
নিজস্ব সংবাদদাতা :শিলিগুড়ি শহরে লোডশেডিং , প্রচন্ড গরমে মানুষের অসুবিধা হচ্ছে, যার প্রতিবাদ করে হেরিকেন হাতে বিক্ষোভ মিছিল । মিছিলে সামিল সিপিআইএম শিলিগুড়ি ২ নম্বর এরিয়া কমিটি। আজ বৃহস্পতিবার শিলিগুড়ির হিলকার্ড রোডের অনিল বিশ্বাস ভবনের নিকট থেকে হাতে হেরিকেন নিয়ে একটি বিক্ষোভ মিছিল করা হয়। হিলকার্ড রোডে আবস্থিত বিদ্যুৎ বন্টন দপ্তরে সামনে বিক্ষোভ দেখানো হয়। পাশাপাশি বিদ্যুৎ দপ্তরের আধিকারিকের হাতে দাবি সম্মিলিত স্মারকলিপি তুলে দেওয়া হয়। তীব্র গরমে যেভাবে শহর জুড়ে লোডশেডিং হচ্ছে শহরের আমজনতা ভোগান্তির শিকার হচ্ছেন। অবিলম্বে লোডশেডিং বন্ধ করতে হবে এই দাবি তুলে স্মারকলিপি প্রদান করা হয়। যদি উক্ত সমস্যার সমাধান না হয় সেই ক্ষেত্রে বৃহত্তর আন্দোলনে নামার হুশিয়ারি দেওয়া হয় সংগঠনের তরফে সিপিআইএম দুই নম্বর এরিয়া কমিটির পক্ষ থেকে।