|
---|
নিজস্ব সংবাদদাতা: গোটা উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টিপাত শুরু হয়েছে, এই বৃষ্টিপাত আগামী ৪ থেকে ৫ দিন আরো চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। পাহাড়ি এলাকাগুলির অবস্থা সংকটজনক। সিকিমে লাগাতার বৃষ্টিপাতের কারণে আবার ধ্বস নামার খবর পাওয়া গিয়েছে।ছাঙ্গু লেকের কাছে ধ্বস। নেমেছে। আশঙ্কা করা হচ্ছে বেশ কয়েকজন জলের তরে ভেসে গিয়েছে। ইতিমধ্যেই উদ্ধার কার্যবাহিনী মোট ৭৪ জনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে।
ধ্বসের কারণে সিকিম গামী ১০ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে গেছে, সেই কারণে শিলিগুড়ি থেকে গ্যাংটক যাতায়াত ব্যবস্থা বন্ধ রয়েছে। অন্য রুট দিয়ে গাড়ি চলাচল করছে। ধসের জন্য সিকিম বাংলা যোগাযোগ ব্যবস্থা ব্যাহত রয়েছে।