গলসিতে আদিবাসী পৌঢ়ের অন্তিম ক্রিয়া সম্পন্ন করলেন মুসলিম যুবকরা

আজিজুর রহমান, গলসি : গলসি থানার সিমনোড়ি গ্রামে এক আদিবাসী ব্যাক্তির অন্তিম ক্রিয়া সম্পন্ন করলেন গ্রামের মুসলিম ভাইরা। মৃত্যুুর পর তার দেহ এনে ধর্মীয় রিতী মেনে তাকে সমাধি দেন গ্রামের যুবক, সেখ নসিবুল, সেখ ছোট্টু, সেখ সোনা, সেখ আলো, সেখ জীবন, সেখ বাপ্পারা। জানা গেছে, শুক্রবার ভোরে গলসি থানার সিমনোড়ি মোড়ে পথ দুর্ঘটনা মৃত্যু হয় রাজু মুর্মু নামে বয়স ৬৪ এক পৌঢ়র। তিনি গলসি থানার সিমনোড়ি গ্রামে বসাবস করতেন। কৃষি শ্রমিকের কাজে এসে সিমনোড়ি গ্রামে বসাবস করতে শুরু করেন তিনি। এখানকার বাড়িতে তার স্ত্রী ছাড়া আর কেউ নেই। তবে তার আসল বাড়ি পশ্চিম বর্ধমানের অন্ডালে। স্থানীয়রা জানিয়েছেন, এদিন ভোর সাড়ে চারটা নাগাদ তিনি সাইকেল নিয়ে বুদবুদ যাচ্ছিলেন। সিমনোড়ি মোড় থেকে ২ নং জাতীয় সড়ক ধরে একটু যাবার পরই দূর্গাপুর গামী একটি ট্রাক তাকে ধাক্কা মারলে রাস্তার পাশে ছিঁটকে যায় তার সাইকেলটি। ধাক্কার ফলে গাড়ির চাকায় পিষ্ট হয় সে। এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় তার বলে অনুমান করেন স্থানীয়রা। খবর পেয়ে গলসি থানার পুলিশ এসে তার দেহ তুলে নিয়ে গিয়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তে পাঠায়। মর্গ থেকে তার দেহ এনে অন্তিম ক্রিয়ার ব্যবস্থা করেন গ্রামের মুসলিম যুবকেরা।