নৃত্যধারা কালচারাল একাডেমির উদ্যোগে বসন্ত উৎসব ইন্দাসে

নি: সংবাদদাতা, ইন্দাস : বাঁকুড়া জেলার ইন্দাস কালী বাড়ি সাংস্কৃতিক মঞ্চে নৃত্যধারা কালচারাল একাডেমির ইন্দাস শাখার উদ্যোগ ও ব্যবস্থাপনায় ২৬ ফেব্রুয়ারি মহাসমারোহে অনুষ্ঠিত হলো বসন্ত উৎসব ২০২৩. সকালে প্রভাতফেরি ও পথ শোভার পর সাংস্কৃতিক মঞ্চের অনুষ্ঠান শুরু হয়।প্রধান অতিথির আসন অলংকৃত করেন ইন্দাস ব্লকের বিডিও মানসী ভদ্র (চক্রবর্তী), অন্যান্য বিশিষ্টদের মধ্যে ছিলেন ইন্দাস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহদেব মণ্ডল, প্রাক্তন শিক্ষক তারাপদ দে,সুরজিত দলুই, শিল্পী সুকুমার হাটি,সম্পূর্ণা ব্যানার্জী,নৃত্য প্রশিক্ষিকা ঊষশী দে,চারণ কবি সুভাষ চক্রবর্তী প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন অমল একাডেমির প্রতিষ্ঠাতা ও রসুলপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমল মুখোপাধ্যায়,তিনি তাঁর বক্তব্যে বসন্ত উৎসবের সার্থকতা যে,- একে অপরের মিলন ও সৌহার্দ্য সম্প্রীতির মধ্যেই প্রস্ফুটিত হয়ে সবার দেহ মন প্রাণকে সতেজ ও প্রাণবন্ত করে রঙে রঙে রঙিন করে তোলাই যে প্রকৃত উৎসব।তা তুলে ধরেন। সমগ্র অনুষ্ঠানটির ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন একাডেমির সদস্যগণ। এবং পরিচালক ও সঞ্চালক ছিলেন একাডেমির বিশিষ্ট ব্যাক্তিত্ব শিক্ষক আনন্দ কুমার পণ্ডিত। অনুষ্ঠানের আকর্ষণীয় মনোরম বিষয় নৃত্যধারা একাডেমির শিশু ও কিশোর শিল্পীদের এবং অন্যান্য আমন্ত্রিত শিল্পীদের নাচ,গান কবিতা আবৃত্তি-। জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান পর্ব শেষ হয়।
ছবি–