মোথাবাড়ি ও মোথাবাড়ি নতুন চক্রের শিক্ষক দিবস পালন

নিজস্ব প্রতিনিধি : শনিবার কালিয়াচক-২ ব্লকের সুকান্ত ভবনে মোথাবাড়ি চক্রের শিক্ষক-শিক্ষিকাদের বিশেষ উদ্যোগে পালিত হল শিক্ষক দিবসের অনুষ্ঠান। শিক্ষক দিবসের অনুষ্ঠানে মোথাবাড়ি চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক অয়ন বন্দ্যোপাধ্যায় বলেন, ৬২ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় তিন শতাধিক শিক্ষক শিক্ষিকার উদ্যোগে এই অনুষ্ঠান। শিক্ষকদের দায়িত্ব ও কর্তব্য স্মরণ করে আগামীতে সকলের চেষ্টায় শিক্ষা আরো সমৃদ্ধ হবে আশা প্রকাশ করেন পরিদর্শক।
এদিন প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণাণের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের শুভসৃচনা করেন কালিয়াচক দুই নং ব্লকের শিক্ষা কর্মাধ্যক্ষ আব্দুল মাজিদ। শিক্ষা কর্মাধ্যক্ষ আবদুল মজিদ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জীবনাদর্শ , শিক্ষা, শিক্ষকদের ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরে ভাষন দেন। তিনি আরো বলেন, শিক্ষকরা সমাজের গর্ব । স্কুল গুলির উন্নয়নে সাধ্যমত কাজ করছে সরকার । ছাত্র ছাত্রীদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে। তা সত্বেও কোথাও কোথাও ড্রপ আউট সমস্যা রয়েছে । প্রাইভেট বিশ্ববিদ্যালয় গুলিকে পেছনে ফেলে সরকারী বিদ্যালয় গুলি শিক্ষার ক্ষেত্রে এগিয়ে যাবে । পঠনপাঠন, ক্রীড়া, সাংস্কৃতিক চর্চা সবইতে আরো এগিয়ে যাবে ।ছাত্র ছাত্রীদের প্রতি শিক্ষক শিক্ষিকাদের যত্নবান হওয়ার আহ্বান জানান । অনুষ্ঠানে চক্রের অবসরপ্রাপ্ত ৭ জন শিক্ষক শিক্ষিকাকে সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া ও নিউ পটলডাঙা বিদ্যালয়ের ছাত্রী মুসরেজাহান গত বছর রাজ্য ক্রীড়ায় দীর্ঘ লম্ফনে প্রথম স্থান অধিকার অর্জন করেছে । তার হাতে মানপত্র ও একগুচ্ছ উপহার প্রদান করে সংবর্ধনা জানান অয়ন বন্দ্যোপাধ্যায় ও শিক্ষা কর্মাধ্ক্ষ আবদুল মজিদ।অবর বিদ্যালয় পরিদর্শক অয়ন বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন কালিয়াচক-২ পঞ্চায়েত সমিতির সভাপতি টিঙ্কুর রহমান বিশ্বাস, শিক্ষা কর্মাধ্যক্ষ আবদুল মজিদ , স্বপন কুমার ঘোষ প্রমুখ।