|
---|
নিজস্ব প্রতিনিধি : ১০০ দিনের কাজের বেতন অনিয়ম নিয়ে আবার কেন্দ্রীয় সরকারকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সময়মতো ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র, বুধবার বিধানসভায় একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
তিনি জানান, ‘আমরা ১০০ দিনের কাজ চালিয়ে যাচ্ছি। সেচ, বন দপ্তর, পরিবেশ, মৎস্য দপ্তর কাজ করে চলেছে। ইতিমধ্যেই ৩ লক্ষ পুকুর কাটা হয়েছে।’ ১০০ দিনের কাজে, কর্ম সংস্থানে, রাস্তাঘাট নির্মাণে, গরিবদের আবাসন তৈরিতে বাংলা প্রথম স্থানে রয়েছে।
মুখ্যমন্ত্রীর প্রস্তাব দেন, ১০০ দিনের কাজের সঙ্গে যুক্ত কর্মীরা গাছ লাগানোর কাজ করলে তাঁদের রোজগার বাড়বে।
মিড–ডে মিলের কাজ যাঁরা করছেন তাঁরাও এই কাজের সঙ্গে যুক্ত হতে পারেন।