মুর্শিদাবাদে গণপিটুনিতে নিহত খাবির শেখের পরিবারের পাশে দাঁড়ালো মজলিসে ইত্তেহাদুল মুসলেমিন(মিম)

নিজস্ব প্রতিনিধি : সংবিধান দ্বারা পরিচালিত সম্প্রীতির ভারতবর্ষে অশুভ শক্তির দাপট, ঔদ্ধত্য ,ও অমানবিক অত্যাচার এ বহরমপুরে খাবির সেখের অসহ্যনীয় ভাবে মৃত্যুর ঘটনা শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকের কাছে সত্যি অকল্পনীয়। যেন মানুষ, মানুষের উপরে হিংস্র প্রাণী রূপে পশুবৃত্তি কামনা চরিতার্থ করতে চাইছে একশ্রেণীর অসভ্য বর্বর ঘৃণিত প্রাণী।

    এরই প্রতিবাদে সোচ্চার হয় অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন মুর্শিদাবাদ ইউনিট ও পশ্চিমবঙ্গ রাজ্য অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন এর ইউনিট।

    মৃত খাবির সেখ এর পরিবারকে ৫০ হাজার টাকা অর্থ সহযোগিতা করেন রাজ্য নেতা জামিরুল হাসান সাহেব ও আইনি সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন,
    পুরো বাংলার মিম টিম। পশ্চিমবঙ্গ মিম রাজ্য নেতা সৈয়দ জামিরুল হাসান সাহেব এর নেতৃত্বে ও মুর্শিদাবাদ জেলা নেতা আসাদুল সেখ, হাসনাত জাহান কামলী, ইসমাইল সেখ, হান্নান সেখ, ও আবু সুফিয়ান সহ আরো পাঁচ ছয় শতাধিক মানুষের উপস্থিতিতে প্রতিবাদ সভা হয় বহরমপুরে।

    প্রশাসনিকভাবে সার্বিক সব রকমের সহযোগিতা থাকবে বলে প্রশাসন জানান এবং সম্পূর্ণভাবে সহযোগিতার হাত বাড়িয়েছেন আজকের এই সভায়।
    মিম এর পক্ষ থেকে একটাই বার্তা ছিল সম্প্রীতির ভারতবর্ষে ভুল করেও যেন মব লিঞ্চিং আর না ঘটে। এবং কঠোরভাবে বার্তা দেওয়া হয়েছে হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে আইন পাস হয়েছে সে আইনের আওতায় অপরাধীকে শাস্তি প্রদান করা হোক দৃষ্টান্তমূলক ভাবে।