বিধায়ক হত্যার প্রতিবাদে রায়দিঘী কলেজে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিবাদ সভা

সৌমেন ন্যায়বান, নতুন গতি, রায়দিঘী: তৃণমূল ছাত্র পরিষদের দক্ষিণ ২৪ পরগণা জেলা সভাপতি অমিত সাহার নির্দেশে দক্ষিণ ২৪ পরগণার সমস্ত কলেজে বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের হত্যার প্রতিবাদে যে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। তাতে পিছিয়ে ছিল না রায়দিঘী কলেজও, সুন্দরবনের প্রত্যন্ত এলাকার কলেজ হিসাবে এর নাম থাকলেও সমসাময়িক রাজনৈতিক ঘটনার উপর এই কলেজের ছাত্র ছাত্রীদের দূরদৃষ্টি আছে তা সহজেই এই ঘটনায় বোঝা যায়।

    প্রতিবাদ সভার নেতৃত্ব প্রদান করেন তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে অনিমেষ কপাট। প্রতিবাদ সভায় উপস্থিত ছিল প্রায় হাজার খানেক ছাত্র-ছাত্রী। এ বিষয়ে দক্ষিণ ২৪ পরগণা ছাত্র পরিষদের সভাপতি অমিত সাহা আমাদের জানান যে “সমস্ত আন্দোলনে সর্বপ্রথম তৃণমূল ছাত্র পরিষদ ই আগেও এগিয়ে গিয়েছে, ভবিষ্যতেও এরকম আন্দোলন আরও বেশি করে সংগঠিত হবে,সেই আন্দোলনের সামনের সারিতে থাকবে তৃণমূল ছাত্র পরিষদ।”