|
---|
নতুন গতি, মালদাঃমহানন্দায় এক অজ্ঞাত পরিচয় যুবকের দেহ ঘিরে চাঞ্চল্য। এদিন সকালে ইংলিশবাজার থানার রায়পুর ঘাটে তাঁকে ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ছুটে যায় সংশ্লিষ্ট থানার পুলিশ। দেহ মালদা মেডিক্যালে আনা হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে জানান। পুলিশ জানিয়েছে, যুবকের বয়স ৩৫-৪০-র মধ্যে। স্থানীয়দের মধ্যে কেউ কেউ জানিয়েছেন, ওই যুবক নাকি সবজি বিক্রেতা। বাজারে অনেকেই দেখেছেন। কিন্তু নাম, ঠিকানা কেউ বলতে পারেন নি। জলে ডুবে মৃত্যু, না আত্মহত্যা, না খুন-ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।