সেভ ট্রি সেভ ওয়ার্ল্ডের উপবন

নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান : সবুজ পৃথিবী গড়ার লক্ষ্যে সেভ ট্রি সেভ ওয়ার্ল্ড একের পর এক উপবন তৈরি করে চলেছে। ৫৭তম এবং ৫৮তম উপবন তৈরি হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের তাঁতখন্ড গ্রামের কবরস্থানে এবং বাঁধের ধারে। এইদিন ৩০০ টি গাছের চারা রোপণ করা হয়। এলাকার মানুষ উৎসাহিত হয়ে যোগদান করেন। সংস্থার পক্ষ থেকে আবু আজাদ জানান ‘ উপবন তৈরি থেমে থাকবে না, রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে উপবন তৈরির কাজ।