শিশুদিবসে সহজিয়ার কিচিরমিচির

নতুন গতি নিউজ ডেস্ক: বাগুইআটি সহজিয়া নাট্যসংস্থার আয়োজনে গত ১৪ নভেম্বর ২০২১ আন্তর্জাতিক শিশু দিবস উপলক্ষে থিয়ে এপেক্সে অনুষ্ঠিত হয়ে গেল সহজ-কচিকাঁচাদের এক বর্ণময় সাংস্কৃতিক-কোলাজ “কিচিরমিচির ২০২১”।

    শ্রীমতী শালিনী বোসের নৃত্য-নির্দেশনায় ছোট্ট বেদাশ্রী বোসের উদ্বোধনী দিয়ে সূচনা হয় এই বর্ণাঢ্য সন্ধ্যার। তারপর ছোট্ট কৃত্তিকা বোস তার সুরেলা কণ্ঠের “ছোট্টবেলার গানে” উপস্থিত দর্শকেরা ভেসে যায় তাদের ছোটোবেলায়। তাকে সিন্থেসাইজারে যথাযোগ্য সঙ্গত দেয় জ্যোতিষ্ক চ্যাটার্জী। সূত্রধরের ভূমিকায় সম্রাজ্ঞী সাহা। পরের চমক ঋকদীপ পাল ও তার কথাবলা পুতুল ‘চমচমকুমার’-এর মজার বাক্যালাপ। এরপর বাগুইআটি সহজিয়ার প্রযোজিত শ্রী প্রশান্ত সেন রচিত ও নির্দেশিত নাটক “একলা মন” মঞ্চস্থ হয়। চাকুরিজীবী বাবা-মা’র একমাত্র বছর দশেকের মেয়ে ‘মন’-এর একাকীত্ব ও নিঃসঙ্গতা এবং লক ডাউনের বন্দিদশায় সেই একাকীত্বের করুণরূপ – এই ছিল নাটকটির মূল বিষয়। শিশু মনের সেই একাকীত্বকে একটি দশ বছরের শিশুশিল্পী প্রত্যুষা সেন (মিনি) তার সাবলীল একক অভিনয়ে মঞ্চস্থ করে উপস্থিত দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। নাটকে ব্যবহৃত নাট্যকার ও নির্দেশক শ্রী প্রশান্ত সেনের গানের কথায় সুর ও আবহ কণ্ঠ দিয়েছেন শ্রীমতী অর্ণিশা সেন। এ নাটকের আবহ ভাবনাও অর্ণিশারই। লাইভ সিন্থেসাইজার জ্যোতিষ্ক চ্যাটার্জী প্রশংসার কুড়িয়েছে দর্শকদের। পোশাক সহায়তায় ও রূপসজ্জায় দীপা রায় ও সম্রাজ্ঞী সাহা। নির্দেশকের মঞ্চভাবনায় মঞ্চ নির্মাণ করেছেন সুদান হালদার, তন্ময় মন্ডল ও অন্যান্য সহজিয়ার অন্যান্য শিল্পীরা।

    সর্বশেষে সহজ কচিকাঁচাদের সম্মিলিত নাচ ‘বাম-বাম-বোলে’ এবং ‘লজেন্স-কাকু’-র সাজে তন্ময় মন্ডলের উপস্থিতি মাতিয়ে দিয়েছে দর্শকদের। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেছে সম্রাজ্ঞী সাহা। সম্পূর্ণ অনুষ্ঠানটির আলোক সম্পাত করেছেন সুবল কর্মকার।

    বাগুইআটি সহজিয়ার কর্ণধার জানান শিশু দিবসে শিশুরা তার মন জয় করেছে। আগামী দিনে এমন আরো উদ্যোগ নেবে বাগুইআটি সহজিয়া।