সাইবার অপরাধ বা কম্পিউটার অপরাধ নিয়ে বিস্তারিত জানালেন আইনজীবী শবনম সুলতানা

 

    বিজ্ঞান মানুষকে দিয়েছে বেগ কিন্তু কেড়ে নিয়েছে আবেগ। বিজ্ঞানের অবদানে এসেছে নানা নতুন প্রযুক্তি। আর এই প্রযুক্তিই নতুন অপরাধমূলক কার্যকলাপের ধারক ও বাহক। কম্পিউটার ও বিভিন্ন সোশ্যাল সাইট গুলো আবিষ্কারের সাথে তথ্য ও যোগাযোগ ব্যবস্থায় বিপুল বিপ্লব ঘটিয়েছে। মানব সম্প্রদায়ের জন্য এটি যেমন আশীর্বাদ স্বরূপ ঠিক তেমন‌ই কিন্তু এই কম্পিউটার অপরাধীদের সহায়তা করার জন্য একটি যন্ত্র‌ও বটে। কম্পিউটার আবিষ্কারের সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিপ্লব ঘটেছে মানব সম্প্রদায়ের জন্য একটি আশীর্বাদ স্বরূপ, কিন্তু একই কম্পিউটার অপরাধীদের সহায়তা করার জন্য একটি যন্ত্র‌ও বটে। অতএব, নির্দিষ্ট তথ্যের জন্য অননুমোদিত অ্যাক্সেস, সম্পত্তি ক্ষতি, অশ্লীল মেসেজ, ছবি বিতরণ ইত্যাদি সুপরিচিত অপরাধ ইন্টারনেটের উত্থানের সাথে বিভিন্ন মাত্রা গ্রহণ করেছে। সর্বাধিক সাইবারক্রাইম ব্যক্তি, কর্পোরেশন, বা সরকার সম্পর্কে তথ্যর উপর একটি আক্রমণ যদিও কোনও শারীরিক শরীরের আক্রমণগুলি সংঘটিত হয় না, তবে এটি ব্যক্তিগত বা কর্পোরেট ভার্চুয়াল শরীরের উপর সঞ্চালিত হয়, যা তথ্যগত বৈশিষ্ট্যগুলির সেট যা ইন্টারনেটে মানুষ এবং প্রতিষ্ঠানগুলিকে সংজ্ঞায়িত করে। অন্য কথায়, ডিজিটাল যুগে আমাদের ভার্চুয়াল পরিচয় দৈনন্দিন জীবনের অপরিহার্য উপাদান: আমরা সরকার এবং কর্পোরেশনের মালিকানাধীন একাধিক কম্পিউটার ডেটাবেসে সংখ্যা এবং সনাক্তকারীর একটি বান্ডিল। সাইবারক্রাইম আমাদের জীবনে নেটওয়ার্কে কম্পিউটারের কেন্দ্রিকতা তুলে ধরে, সেইসাথে স্বতন্ত্র পরিচয় হিসাবে যেমন আপাতদৃষ্টিতে কঠিন তথ্যগুলির তার বাস্তব রুপ।

    ## সাইবার ক্রাইম বা কম্পিউটার অপরাধ কি?

    সাইবার অপরাধটি মূলত শারীরিক শক্তির ব্যবহার না করে সাইবার স্পেসের সাহায্যে কম্পিউটার ম্যানিপুলেশন দ্বারা তথ্য তৈরি, বিতরণ, পরিবর্তন, চুরি, অপব্যবহার এবং ধ্বংসাত্মক মূলক কাজ। সাইবার অপরাধ বিভিন্ন ধরণের কম্পিউটারের সাথে সম্পর্কযুক্ত যেমন ইন্টারনেট নিলাম, ব্যাংক অ্যাকাউন্টের হ্যাকিং, এটিএম কার্ড ক্লোনিংয়ের মাধ্যমে রূপান্তরিতকরণ, সাইবার স্টকিং, সাইবার ডিফাম্যামটেশন, ইমেইল স্পুফিং, মর্ফিং, ফাউজিং ইত্যাদি।

    ##সাইবার অপরাধ বা সাইবার ক্রাইম এর আওতায় কি কি পড়ে?

    সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানি : ফেসবুক এখন সবার হাতের নাগালে। খুব কম খরচে ফেসবুক ব্যবহার করা যায় আমাদের দেশে এখন। প্রযুক্তির এই ছোঁয়ায় আমাদের দেশ বদলেছে অনেক। কিন্তু এই ফেসবুকের মাধ্যমে করা ক্রাইম এখন বেড়েই চলেছে। সহজলভ্য হয়ে পড়ায় ফেসবুকে সাইবার ক্রাইম এখন আমাদের দেশে অনেক বড় একটি সমস্যা। দ্রুত ছড়িয়ে পড়ছে এই সাইবার ক্রাইম আমাদের দেশে। আমাদের অজান্তেই আমরা সাইবার ক্রাইমেরর শিকার হয়ে যাচ্ছি। অনেকেই মুখ বুঝে সহ্য করেই যাচ্ছেন, কিন্তু জানেন না যে কিভাবে কি করতে হবে। আজকে আমি আসলে আপনাদের সাথে কথা বলবো কখন আর কিভাবে বুঝবেন যে আপনি ফেসবুকে বা সামাজিক গণমাধ্যমে সাইবার ক্রাইমের শিকার হচ্ছেন বা কখন আইনি ব্যবস্থা নিতে পারবেন।

    ১. সাইবার বুলিং-

    কেউ যদি অনলাইনে আপনাকে অহেতুক জ্বালাতন করে এবং আপনার সম্মানহানি করার চেষ্টা করে অথবা অনলাইনে যেকোনো উপায়েই হোক কেউ যদি আপনাকে উত্যক্ত করে তাহলে তা সাইবার বুলিং হিসেবে স্বীকৃত। সেক্ষেত্রে তা যদি অনলাইনে হয় তাহলে আপনি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারবেন।

    ২. আইডি হ্যাক-

    আপনার ফেসবুক আইডি কেউ যদি হ্যাক করে থাকে আর আপনার ব্যক্তিগত ছবি আর কথোপকথন অনলাইনে ছেড়ে দেবে বলে যদি হুমকি প্রদান করে, পাশাপাশি তা ঠেকানোর জন্য তার বিনিময়ে যদি সে আপনার কাছে অর্থ দাবি করে সেক্ষেত্রে আপনি আইনি ব্যবস্থা নিতে পারবেন।

    ৩. সেক্সুয়ালি এবিউজ-

    কেউ যদি অনলাইনে আপনার ছবি দিয়ে কোনো অনলাইন প্ল্যাটফর্মে আইডি খুলে, আপনার ছবি ব্যবহার করে কোনো পোস্ট প্রদান করে। আপনার ছবির সাথে অন্য ছবি জোড়া লাগিয়ে বিতর্কিত কিছু বানোয়াট খবর প্রকাশ করে, আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি বা ভিডিও অনলাইনে প্রকাশ করে, পাশাপাশি তা ঠেকানোর জন্য তার বিনিময়ে যদি সে আপনার কাছে অর্থ দাবি করে সেক্ষেত্রে আপনি আইনি ব্যবস্থা নিতে পারবেন।

    ৪.হ্যাকিং-

    অনলাইনে ডাটা বা তথ্য অনুমতিবিহীন চুরি, ধ্বংস বা ক্ষতিসাধন করার প্রক্রিয়াকেই বলা হয় হ্যাকিং। এতে ব্যক্তি বা প্রতিষ্ঠানের তথ্য চুরি হয় এবং প্রাতিষ্ঠানিক সুনাম ক্ষুন্ন হয়।

    এ রকম আরো অনেক কিছুই রয়েছে। তবে এখন নাগাদ এই সমস্যাগুলোই বেশি পরিলক্ষিত হয়েছে। এর মধ্যে ফেসবুকে সাইবার ক্রাইমের শিকার হওয়ার সংখ্যাই অনেক বেশি। এর বাইরেও অনেক রকমের সাইবার ক্রাইম রয়েছে। পাশাপাশি রয়েছে অনলাইন বা ইন্টারনেটে অনেক রকমের হয়রানি। নিচে অনলাইনের হয়রানির ধরনগুলো দেওয়া হলো:

    • সামাজিক মাধ্যমে ফেক আইডি খুলে জ্বালাতন

    • সামাজিক মাধ্যমের আইডি, ইমেইল অথবা ওয়েব সাইট হ্যাক

    • সামাজিক মাধ্যমের বিভিন্ন ট্রল গ্রুপ বা পেজে ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়া

    • বিভিন্ন পর্নো ওয়েবসাইটে ব্যক্তিগত মুহূর্তের ধারণ করা ছবি বা ভিডিও ছড়িয়ে দেওয়া

    • সামাজিক মাধ্যমের আইডি হ্যাক করে অর্থ দাবি

    • ব্যক্তিগত মুহূর্তের ছবি বা ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি প্রদান ও হয়রানি

    • কাউকে মারধর করে তার ভিডিও ধারণ করে তা অনলাইনে ছড়িয়ে দেওয়া

    • কোনো কিশোরী বা যুবতী বা নারীকে শ্লীলতাহানির চেষ্টা করে তার ভিডিও ধারণ করে তা অনলাইনে ছড়িয়ে দেওয়া

    • অনলাইনে ইকমার্সের নামে ভুয়া পেজ খুলে খারাপ পণ্য বিক্রির নামে হয়রানি

    • অনলাইনে পরিচিত হয়ে অনলাইন কারেন্সি ট্রাঞ্জেকশন করতে গিয়ে ফ্রডের শিকার

    • ভুয়া বিকাশ নম্বর থেকে ফোন করে লটারির কথা বলে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ

    • ভুয়া বিকাশের এসএমএস দিয়ে গ্রাহককে দিয়েই অভিনব কায়দায় প্রতারণা

    • অনলাইনে ব্যাংক একাউন্ট আর এটিএম কার্ডের ডিটেইলস চুরি করে অর্থ চুরি

    • অনলাইনে স্প্যামিং এবং গণ রিপোর্ট

    • অনলাইনে স্ক্যামিং

    • অনলাইনে বিভিন্ন সেলেব্রেটি বা মানুষের নামে ভুয়া তথ্য ছড়ানো বা খবর প্রচার

    ##কোনও ব্যক্তি সরকারের বিরুদ্ধে ফেইসবুকের একটি অশ্লীল বিবৃতি পোস্ট করলে সেটি কি একটি অপরাধ হতে পারে?

    হ্যাঁ অবশ্যই হতে পারে যদি সরকারের বিরুদ্ধে বিশেষ বিবৃতি হতাশা সৃষ্টি করে , সম্মান হানি ঘটায় এবং বিবৃতিটি যদি।ব্যক্তির বা সরকারের ক্ষতির উদ্দেশ্যে তৈরি করা হয় তবে এটি সাইবার মানহানির আওতায় পড়ে এবং এটি IPC ধারা 499 এব‌‌্ তথ্য প্রযুক্তি আইন, 2000 এর ধারা 4 এর অধীনে দন্ডযোগ্য অপরাধ।

    ###যদি একজন ব্যক্তি ফেসবুক, ইমেল বা অন্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অন্য ব্যক্তির হয়রানির উদ্দেশ্যে অন্য ব্যক্তিকে অনুসরণ করে তবে তা কি অপরাধমূলক অপরাধ হতে পারে?

    হ্যাঁ, যদি ব্যক্তিটি হয়রানির উদ্দেশ্যে ইন্টারনেটের মাধ্যমে অন্য ব্যক্তিকে অনুসরণকরে বা অপ্রত্যাশিত ফ্যাশনে অন্যের সাথে যোগাযোগ করতে থাকে তবে এটি সাইবার স্টকিংয়ের নামক একটি অপরাধ এবং সেকশন 503 আইপিসি অনুসারে শাস্তিযোগ্য অপরাধ।

    ## যদি কোন ব্যক্তিকে সোশ্যাল সাইট এর মাধ্যমে ধমকি, অশ্লীল কথাবার্তা, হ্যাকিং, এটিএম কার্ড জালিয়াতির শিকার হতে হয় তবে কোথায় অভিযোগ জানাতে হবে?

    যদি কোন ব্যক্তি কে সোশ্যাল সাইট এর প্রকোপে পড়ে তবে তিনি জেলার সাইবার ক্রাইম থানায় জানাতে পারেন অথবা তিনি স্থানীয় পুলিশ অফিসে গিয়ে পুলিশ কর্তা কে লিখিত অভিযোগ দিতে পারেন।

    Some General Legal Information regarding Cyber crime or Computer Crime:—

    New technologies create new criminal opportunities but few new types of crime.The information and Communication technologies revolutionized with the invention of the computer and computer has been a boon to the human community, but the same computer is an instrument to aid criminals.Therefore, certain well known crimes like unauthorized access to information, damage to property, distribution of obscene and indecent material etc. have assumed different dimensions with the emergence of Internet. Most cybercrime is an attack on information about individuals, corporations, or governments. Although the attacks do not take place on a physical body, they do take place on the personal or corporate virtual body, which is the set of informational attributes that define people and institutions on the Internet. In other words, in the digital age our virtual identities are essential elements of everyday life: we are a bundle of numbers and identifiers in multiple computer databases owned by governments and corporations. Cybercrime highlights the centrality of networked computers in our lives, as well as the fragility of such seemingly solid facts as individual identity.

    ####What is Cyber Crime or Computer Crime?

    Cyber crime is an act of creating, distributing , altering, stealing, misusing and destroying information through the computer manipulation of cyberspace without the use of physical force against the will or the interests of the victim. Cyber crime include variety of criminal offences and unlawful activities related to or having connection to computer or a traditional crime which has been transformed by the use of a computer related crimes such as criminal threats, internet auction, hacking of bank accounts, cloning of ATM card, cyber stalking, cyber defamattion , email spoofing, morphing, phising etc.

    ##### Whether posting a statement in facebook against any person or against the government is a crminal offence?

    If the particular statement against the government is causing defamation and the statement is made with the intention of causing harm to the reputation of such person or government then it amounts to cyber defamation and it’s a punishable offence under Section 499 of the Indian Penal Code read with section 4 of the Information Technology Act,2000.

    ###### If a person is following another person through facebook, email, or other social media with the intention of harassing the other person in unsolicited fashion then is it a criminal offence?

    Yes, if the person is following te other person via internet with the intention of harassment or to contact another in an unsolicited fashion then it’s a crime called as Cyber Stalking and is punishable under section 503 IPC.

    লেখিকা-কলকাতা হাইকোর্টের আইনজীবী শবনম সুলতানা (8001922227)
    https://www.facebook.com/sabnamassociates/