|
---|
নিজস্ব সংবাদদাতা : ১২এপ্রিল,রবিবার,পূর্ব বর্ধমানে জেলার মেমারি জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম এর উদ্যোগে নোভেল করোনা ভাইরাসের সংক্রামকে রোধ কারার লক্ষ্যে আমাদের দেশে তথা রাজ্যে লকডাউন বলবত থাকার প্রেক্ষিতে শ্রমজীবী ঐসব মানষুজন যাঁরা দিন এনে দিন খান তাঁরা স্বাভাবিকভাবেই সংকটের মধ্যে রয়েছেন। এই সচেতনতা বাড়াতে মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে, ত্রান সামগ্রিক গরীব দুঃস্থ দের হাতে তুলি দিলেন এই মাদ্রাসার সম্পাদক ক্বারী শামসুদ্দিন আহমাদ। এই মেমারি জামিয়া মদিনাতুল মাদ্রাসা এলাকার বহু গরীব মানুষকে সাহায্য করে চলেছেন। সারা ভারতবর্ষে লকডাউন আবার বাড়লো।