করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতার উদ্যোগ খয়রশোলে

করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতার উদ্যোগ খয়রশোলে

    সেখ রিয়াজ উদ্দিন,নতুন গতি, বীরভূম: স্বেচ্ছাসেবী সংস্থা “Water For People India Trust”-এর উদ্যোগে, এবং “National Stock Exchange Foundation”-এর অর্থানুকূল্যে ও বীরভূম জেলা পুলিশের সহযোগীতায় আজ(১১/০৪/২০২০) বীরভূম জেলার খয়রাশোল ব্লকের খয়রাশোল, লোকপুর, কাঁকড়তলা’র বিভিন্ন অঞ্চলে COVED-19 CORONA মহামারীর বিষয়ে সচেতনতা মূলক বিভিন্ন ‘Street Painting’ বা ‘পথ অঙ্কন’ করা হয়।
    CORONA মোকাবিলার বিভিন্ন সচেতনতামূলক বার্তা যেমন, ‘অকারণে বাড়ির বাইরে না বের হওয়া, ‘সাবান দিয়ে ঘন ঘন হাত ধোয়া’, ‘জনবহুল এলাকায় মাস্ক ব্যবহার’, ‘অযথা নাক-চোখ-মুখে হাত না দেওয়া’, ‘জ্বর-সর্দি হলে ডাক্তারের কাছে যাওয়া’ ইত্যাদি শ্লোগান লিখে পথ অঙ্কনের মাধ্যমে জনমানসে ছড়িয়ে দিবার প্রয়াস নেওয়া হয়েছে। এছাড়াও পথচলতি মানুষদের কাছে অনুরোধ করেন,নিজ নিজ বাড়িতে গৃহবন্দি এবং সাবধানে থাকতে। CORONA নিয়ে অযথা আতঙ্কিত হবেন না হবার।সচেতন থাকলে এই রোগ থেকে সহজেই রক্ষা পাওয়া যায়,তাই সচেতনতাই এইমুহুর্তে একমাত্র পথ। উপস্থিত ছিলেন প্রজেক্ট সুপারভাইজার প্রসেনজিৎ রায় চৌধুরী, কমিউনিটি ওয়ার্কার সেখ আব্বাস উদ্দিন,গিরিধারী সেন, কিশলয় দে প্রমুখ কর্মীবৃন্দ।