মুর্শিদাবাদ জেলা জমিয়েত উলামায়ে হিন্দের উদ্যোগে ও ডোমকল মহকুমা জমিয়েত উলামায়ে হিন্দের উদ্যোগে এন আর সি বিরোধী ও শান্তি সম্প্রীতি সমাবেশ

নতুন গতি প্রতিবেদক: মুর্শিদাবাদ জেলা জমিয়েত উলামায়ে হিন্দের উদ্যোগে ও ডোমকল মহকুমা জমিয়েত উলামায়ে হিন্দের ব্যবস্থাপনায় এন আর সি বিরোধী,
শান্তি ও সম্প্রীতি সমাবেশ হয়ে গেল ডোমকল জনকল্যাণ মাঠে।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য গন্থাগার ও জনশিক্ষা প্রসার বিভাগ মন্ত্রী,রাজ্য জমিয়েত উলামায়ে হিন্দের সভাপতি সিদিকুল্লাহ চৌধুরী।
তিনি বলেন এনআরসি নিয়ে ভয়ের কোন কারণ নেই এ রাজ্যে এনআরসি হবে না কিন্তু সকল ডকুমেন্টস সংশোধন করে রাখা প্রয়োজন আছে।
তিনি বাবরী মসজিদ নিয়েও কথা বলেন সুপ্রিম কোর্টের রায়ে আমরা খুব মর্মাহত তবে এরা আবার পুনর্বিবেচনা করবেন বলে তিনি আশাবাদী।
আহমেদ হাসান ইমরান বলেন ভারতবর্ষের নাগরিক আমরা তাই আমাদের সকল ডকুমেন্টস ভুল সংশোধন করে রাখাটা দরকার এনআরসি হোক বা না হোক তিনি আরো বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে বলেছেন আবার এনআরসি হবে এমনকি আসামের এনআরসি ও বাতিল তিনি এ বিষয়ে বলতে গিয়ে বলেন যে আসামের যে মূল উদ্দেশ্য ছিল মুসলমান বিতাড়িত সেটা সফল হয়নি তাই আবার এনআরসি করবেন বলে দাবি করছেন।
এভাবেই একে একে সকল বক্তা ভারতবর্ষের রাজনৈতিক প্রেক্ষাপট ও পরিবেশ ও এন আর সি বাবলি মসজিদ কে নিয়ে আলোচনা করেন।
এদিন সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।