|
---|
মহঃ সফিউল আলম, নতুনগতি: রবিবার রাত থেকে নিখোঁজ থাকা এক যুবকের মৃতদেহ পরদিন খুঁজে পাওয়া যায় একটি ডোবায়৷ খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় পুলিশ৷ ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার সদাইপুর থানার চিনপাই এলাকায়৷ সবদিক প্রশাসনিক ভাবে খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে৷
এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, মৃত ওই যুবকের নাম সেখ ইনাম(৪০)৷ বাড়ি দুবরাজপুর থানা এলাকায়৷ সদাইপুর থানা এলাকায় তাঁর শ্বশুর বাড়ি৷ স্থানীয় বাসিন্দা ও নিকট আত্মীয়দের বক্তব্য, তিনি মানসিকভাবে বেশ কিছুটা অসুস্থ ছিলেন৷ চোখেও কম দেখতেন তিনি৷ রবিবার রাত্রি থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিলনা ৷ পরের দিন সোমবার সদাইপুর থানার চিনপাই এলাকায় একটি ডোবায় তাঁর দেহ দেখতে পান কেউ কেউ৷ খবর পেয়ে পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়ে দেয়৷ মৃত্যুর সঠিক কারণ অবশ্য জানা যায়নি৷ বিষয়টি তদন্ত করে দেখছে সদাইপুর থানার পুলিশ৷ সর্বশেষ পাওয়া খবরে এমনটাই জানা গিয়েছে৷