|
---|
এটিএম গাড়ীয় ধাক্কায় মৃত্যু,মালদার চাঁচলে চাঞ্চল্য
উজির আলী,নতুনগতি,চাঁচল:১২ ই মে
এটিএমের গাড়ির ধাক্কায় মৃত্যু হল বাইক আরোহী এক যুবকের। মালদহের চাঁচলের পাহাড়পুরে ৮১ নম্বর জাতীয় সড়কের উপরে মঙ্গলবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, মৃতের নাম দীপক স্বর্নকার (২৫ )। বাড়ি পাহাড়পুর এলাকাতেই। এদিন দুপুরে বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন ওই যুবক। তখন মালদহগামী এটিএমের গাড়িটির ধাক্কায় রাস্তা থেকে ছিটকে পড়েন দীপক। বাইকটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যায় ওই যুবক। ঘটনার জেরে এলাকায় প্রবল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এটিএমের গাড়ি ঘেরাও করে বিক্ষোভ শুরু হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।