কেশপুরের গ্রামীণ চিকিৎসক সেখ কমরুদ্দিনের মানবিক প্রচেষ্টা

সেখ মহম্মদ ইমরান, নতুন গতি,কেশপুর:-কেশপুরের মুগবসানের গ্রামীণ চিকিৎসক সেখ কমরুদ্দিনের মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে এলাকাবাসী বিনামূল্যে সুগার পরীক্ষা ও রক্তের গ্রুপ নির্ণয় করতে পারছেন। এই সমাজসেবী গ্রামীন চিকিৎসক প্রতি ইংরেজি মাসের ১তারিখে সম্পূর্ণ বিনামূল্যে সুগার পরীক্ষা ও মাসের ১৫তারিখে রক্তের গ্রুপ নির্ণয় করে দিচ্ছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, ডায়াবেটিস এখন একটি মহামারি রোগ। এই রোগ সারে না, নিয়ন্ত্রণ করতে হয়। ডায়াবেটিস মূলত একটি ‘লাইফস্টাইল ডিজিজ’। এখন মানুষ কায়িক পরিশ্রম কম করে, অনিয়মিত খাওয়াদাওয়া করে।

    অনিয়ন্ত্রিত জীবনযাপনই এই ধরনের অসুখের মূলে। এছাড়াও আগেকার থেকে এখন মানুষের জীবনযাত্রা অনেক জটিল হয়েছে। বেড়েছে মানসিক চিন্তা। সমাজ, সংসার, কর্মক্ষেত্রে মানসিক চাপও ডায়াবেটিসের মূলে। এই ডায়াবেটিসের লক্ষণগুলো হলো:১. ঘন ঘন প্রস্রাব হওয়া ২. তেষ্টা পাওয়া ৩. নিয়মিত খাওয়ার পরও ঘন ঘন খিদে ৪. প্রচণ্ড পরিশ্রান্ত অনুভব করা ৫. চোখে ঝাপসা দেখা ৬. শরীরের বিভিন্ন অংশের কাটাছেঁড়া সহজে সারে না ৭. খাওয়া সত্ত্বেও ওজন কমে যাওয়া ৮. হাতে-পায়ে ব্যথা বা মাঝে মাঝে অবশ হয়ে যাওয়া। গ্রামীণ চিকিৎসক সেখ কমরুদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, মানব সেবায় পরম ধৰ্ম। যেহেতু সুগার অন্যান্য রোগেরও মূল কারণ। সেই জন্য ওই রোগের হাত থেকে মানুষ যাতে বাঁচতে পারে সেইজন্য এই ক্ষুদ্র প্রয়াস। গ্রামীণ চিকিৎসক সেখ কমরুদ্দিন চিকিৎসার পাশাপাশি বিভিন্ন রকম সমাজসেবী সংস্থার সঙ্গে যুক্ত 

    আছেন। এই রকম এক মানবিক উদ্দ্যোগ এলাকাবাসীর প্রসংশা কুড়িয়েছে