হলদিয়ায় পালিত হল আম্বেদকরের জন্ম জয়ন্তী উৎসব

    শুভদীপ পতি, হলদিয়া: আজ হলদিয়ায় আম্বেদকর ভবনে বি. আর. আম্বেদকর-এর প্রতিকৃতিতে মাল্যদান এবং জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আজ হলদিয়ায় আম্বেদকর জন্মজয়ন্তী উদযাপন হল।

    ড. বি. আর. আম্বেদকর-এর ১২৯তম জন্মজয়ন্তী উদযাপন-এর অঙ্গ হিসেবে হলদিয়া এস.সি, এস.টি, ওবিসি, সমাজ কল্যাণ সমিতির এই অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন বর্ষীয়ান সদস্য শ্রীমন্ত দাস এবং সংস্থার পতাকা উত্তোলন করেন সংগঠনের সভাপতি রামপ্রসাদ দাস। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন কবি সম্পাদক প্রাণনাথ শেঠ।

    আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন স্তরের সংস্কৃতিপ্রেমী এবং গুণীজনেরা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি-সম্পাদক প্রাণনাথ শেঠ, নাট্য ব্যক্তিত্ব স্বপন পট্টনায়েক, প্রধান শিক্ষক মনীন্দ্রনাথ গায়েন ও অনুপম বিশ্বাস, আবৃত্তিকার দেবপ্রসাদ মণ্ডল, শিক্ষক হরিপদ নস্কর – সুকুমার শেঠ, চন্দন দাস, সুকুমার মাইতি, গৌতম ভরষা,পঞ্চানন দাস, মহাদেব মণ্ডল এবং সাংবাদিক রফিজুদ্দিন, দীপক পণ্ডা প্রমুখ।